
তাপস ত্রিপুরা,খাগড়াছড়ি:ইউনিয়ন ভিজিটাল সেন্টারের ১৩ বছর পূর্তি উপলক্ষে খাগড়াছড়ি জেলার ইউনিয়ন ভিজিটাল সেন্টার উদ্যোক্তা ফোরামের উদ্যোগে কেক কাটা এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলার স্থানীয় সরকার উপ-পরিচালক জনাব নাজমুন আরা সুলতানা , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪ নং পেরাছড়া ইউপি চেয়ারম্যান তপন বিকাশ ত্রিপুরা, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি জিতেন বড়ুয়া, খাগড়াছড়ি জেলার প্রোগ্ৰামার সলিল চাকমা( অ: দা:) এবং বিভিন্ন ইউনিয়নে সচিবগণ।
বক্তারা বলেন দীর্ঘ ১৩ বছর ধরে দেশের জন্য শ্রম দিয়ে নিজের বয়স এবং মেধাকে বিলিয়ে দেওয়া উদ্যোক্তাদের জাতীয়করন করতে সরকারের প্রতি আহ্বান জানান। বর্তমান সরকারের প্রতি এবং মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি বিশ্বাস আগামী নির্বাচনে উদ্যোক্তাদের জন্য জাতীয় করনের নির্বাচনী ইশতেহার থাকবে।
অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক জনাব মোঃ ইব্রাহিম খলিল।