মোঃ নুরুজ্জামান আহমেদ,আদিতমারী (লালমনিরহাট) প্রতিনিধি: খাতা পাড়া নুরে মদিনা নুরানি ও হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লাহি বোডিং এর হাফেজ ছাত্রদের পাগরি প্রদান উপলক্ষে একদিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিল অদ্য ০১/১২/২০২৪ ইং রোজ রবিবার, সময় বাদ আছর । মাদ্রাসা সংলগ্ন মাঠ আদিতমারী লালমনিরহাট এ আয়োজন করা হয়।
উক্ত তাফসীরুল কোরআন মাহফিলে প্রধান তাফসীরকারক হিসেবে তাফসীর পেশ করবেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ আলোরোন সৃষ্টিকারী নন্দিত মোফাসিরে কুরআন হযরত মাওলানা মুফতি রুহুল আমিন জয়পুরি খতিব,বায়তুল মামুর কেন্দ্রীয় জামে মসজিদ, নারায়নগঞ্জ,ঢাকা।
দ্বিতীয় তাফসির কারক বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ আলোড়োন সৃষ্টিকারী মাওলানা রাশেদুল হক মোফাসিরে কুরআন কামিল ও হাদিস,বড়বাড়ী,লালমনিরহাট।
আরো তাফসীর পেশ করবেন স্থানীয় ওয়ালামাগন।
উক্ত কুরআন মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলু জেলা কর্ম পরিষদ সদস্য ও আদিতমারি কালিগঞ্জ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী।
আমন্ত্রিত অতিথিবৃন্দ জনাব ডাঃ জাহাঙ্গীর আলম সরকার সাবেক সিভিল সাজন,লালমনিরহাট।
সভাপতিত্ব করেন জনাব এ্যাডভোকেট আব্দুল বাতেন সরকার বাংলাদেশ জামায়েত ইসলামি লালমনিরহাট।
উক্ত তাফসীরুল কুরআন মাহফিল মোনাজাত দিয়ে শেষ হয়।
আয়োজনে: মাহফিল এজমিয়া কমিটি।
শিরোনামঃ
নোটিশঃ
খাতা পাড়া নুরে মদিনা নুরানি ও হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লাহি বোডিং এর হাফেজ ছাত্রদের পাগরি প্রদান উপলক্ষে একদিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিল
- Reporter Name
- Update Time : ১১:০৮:২১ অপরাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪
- ৪৯ Time View
Tag :
Popular Post