
স্বাস্থ্য ডেস্ক◼️
ঘুম ভাঙার পর দিনের প্রথম কাজটি কী হওয়া উচিত? কেউ বলেন মোবাইল দেখা, কেউ দৌড়, কেউ চা-কফি। কিন্তু চিকিৎসাবিজ্ঞান বলছে—দিনের শুরুতে খালি পেটে এক-দুই গ্লাস পানি পান করা হতে পারে আপনার সুস্থ জীবনের সবচেয়ে সহজ অভ্যাস।
গবেষণা বলছে, সকালে খালি পেটে পানি পান করলে তা শুধু শরীরকে জাগিয়ে তোলে না, বরং শরীরের ভেতরের জমে থাকা টক্সিন বের করে দেয়। দীর্ঘ ঘুমের পর শরীর পানিশূন্য হয়ে পড়ে, তখন এক গ্লাস পানি শরীরকে ফেরায় জীবনীশক্তি।
বিশেষজ্ঞদের মতে, খালি পেটে পানি খেলে হজমশক্তি বাড়ে, কোষ্ঠকাঠিন্য কমে, মেটাবলিজম গতি পায় এবং ওজন নিয়ন্ত্রণে থাকে। এমনকি এটি রক্তচাপ ও ব্লাড সুগার লেভেল স্বাভাবিক রাখতেও সাহায্য করে।
জাপানে এই অভ্যাসকে বলা হয় “জল থেরাপি”—যেখানে তারা দিনের শুরুতেই চার গ্লাস গরম পানি পান করে থাকেন, আর বিশ্বাস করেন এতে বহু দীর্ঘস্থায়ী রোগ নিয়ন্ত্রণে থাকে।
খালি পেটে পানি পান মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায়, ত্বককে রাখে সতেজ, শরীর থেকে এসিড কমায় এবং কিডনির কার্যকারিতা ঠিক রাখে।
তবে একেবারে ঠান্ডা পানি না খেয়ে কুসুম গরম পানি পান করাই উত্তম। অনেকেই লেবু বা এক চিমটি মধু মিশিয়েও খান, যা আরও বেশি উপকারী।
তাহলে প্রশ্ন থেকে যায়—আপনার দিন শুরু হচ্ছে কী দিয়ে?
একটি ভালো অভ্যাস পুরো দিনের ছন্দ ঠিক রাখতে পারে।
আজ থেকেই চেষ্টা করুন—দিনের শুরুটা হোক এক গ্লাস বিশুদ্ধ পানির সাথে।
কারণ, এক গ্লাস পানি বদলে দিতে পারে আপনার শরীর, মন এবং পুরো দিনের গতি।