এম জালাল উদ্দীন,জেলা প্রতিনিধি,খুলনা: খুলনার পাইকগাছার রাড়ুলী আর,কে,বি,কে হরিশ্চন্দ্র কলেজিয়েট স্কুল সংলগ্ন পিচের রাস্তা থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত যুবকের লাশের পরিচয় পেয়েছে থানা পুলিশ।
উল্লেখিত ব্যক্তি রাড়ুলীর শ্রীকন্ঠপুরের খোকন মোড়লের ছেলে রাসেল মোড়ল (৩২) ও পেশায় একজন টাইলস মিস্ত্রী। প্রাপ্ত ও পারিবারিক সূত্রে বলছেন,শুক্রবার দুপুরের পুর্বে রাসেল বাড়ী থেকে বাইসাইকেল যোগে কাঠিপাড়ার উদ্দেশ্য রওনা হয়। স্থানীয়রা জানান, রাড়ুলী কলেজিয়েট স্কুল সংলগ্ন মসজিদের কাছে রাস্তার উপর অজ্ঞাত মৃতঃদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পরিবারের দাবি সে হার্টের রোগী ছিল। এ কারনে তার মৃত্যু হয়েছে। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ওসি ও ক্যাম্প পুলিশ ঘটনাস্থলে পৌছান। এক পর্যায়ে রাসেলের পরিবারের লোকজন ঘটনাস্থলে এসে তার পরিচয় দেন।
এবিষয়ে রাড়ুলী ক্যাম্প ইনচার্জ মোঃ ইমরান হোসেন জানান, রাসেল দীর্ঘদিন ধরে হার্টের রোগগ্রস্থ ছিলো ও সে ইনহেলার ব্যবহার করতো। রাসেল হটাৎ সাইকেল থেকে পড়ে কাপছিলো এমতাবস্থায় স্থানীয়রা মাথায় পানি দেন ও কিছুক্ষণের মধ্যে সে মারা যায়।
উপরে উল্লেখিত বিষয়ে ওসি মোঃ রফিকুল ইসলাম এ প্রতিনিধি কে জানান, রাসেল পূর্বে থেকে হার্টের রোগী ছিলো, এবং এবিষয়ে তার পরিবারের কোন অভিযোগ না থাকায় রাসেলের লাশ পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।