খুলনা প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে “জয় স্মার্ট সার্ভিস এন্ড এমপ্লয়মেন্ট ট্রেনিং সেন্টার’ এর ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধনের পর খুলনার পাইকগাছায় স্থানীয় ভাবে “জয় সেট সেন্টার”এর ফলক উন্মোচন করা হয়েছে।
বুধবার দুপুরের দিকে উপজেলা পরিষদে ডিজিটাল সংযোগ স্থাপন (ইডিসি) প্রকল্পের আওতায় “জয় সেট সেন্টার”এর ফলক উন্মোচনকালে উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, উপজেলা প্রকৌশলী মো. হাফিজুর রহমান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, সমবায় কর্মকর্তা হুমায়ূন কবির, বন কর্মকর্তা প্রেমানন্দ রায়, পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা বিপ্লব কান্তি বৈদ্য, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাশ, পিআইও ইমরুল কায়েস, সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক জয়ন্ত কুমার ঘোষ, তথ্য আপার তন্বী দাশ, একাডেমিক সুপারভাইজার নূরে আলম সিদ্দিকী, অধ্যক্ষ মোঃ হাবিবুল্লাহ বাহার, উপ-সহকারী প্রকৌশলী আবদুল্লাহ আল মামুন সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।