এম জালাল উদ্দীন,জেলা প্রতিনিধি,খুলনা:
খুলনার পাইকগাছায় জাতীয় জন্ম-মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে ও “নির্ভুল জন্ম-মৃত্যু নিবন্ধন করব, শুদ্ধ তথ্য ভান্ডার গড়ব” প্রতিপাদ্যকের আলোকে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস – ২০২৩ উদযাপনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১১ টায় বর্ণাঢ্য র্যালি শেষে
উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন এর সভাপতিত্বে, অনুষ্ঠেয় সভায়
প্রধান অতিথি ছিলেন,উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর।
আয়োজিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন শাহা, প্যানেলমেয়র শেখ মাহবুবুর রহমান রঞ্জু, ইউপি চেয়ারম্যান শেখ জিয়াদুল ইসলাম জিয়া, মৃদুল কান্তি, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ হাছিবুর রহমান, ইমান উদ্দিন, জয়ন্ত কুমার ঘোষ, মহিলা কাউন্সিলর কবিতা রানী দাস, ইউপি সচিব আব্বাস উদ্দিন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।