খুলনা প্রতিনিধি:খুলনার পাইকগাছা উপজেলা ভূমি অফিসে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন মোঃ আরিফুজ্জামান। তিনি বুধবার সকালে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন এর নিকট থেকে দায়িত্ব বুঝে নেন।
এসময়ে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন সহ ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারীবৃন্দের পক্ষ থেকে নবাগত সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরিফুজ্জামান কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
নবাগত এসিল্যান্ড মোঃ আরিফুজ্জামান সাতক্ষীরা জেলার কলোরোয়া উপজেলার কৃতি সন্তান ও স্থায়ী বাসিন্দা। তিনি ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে বিসিএস ৩৬ তম ব্যাচে প্রশাসন ক্যাডারে রাজবাড়ি জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার হিসাবে যোগদান করেন। পরবর্তীতে তিনি যশোর জেলার কেশবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসাবে কর্মরত থাকাকালীন। সর্বশেষ গত ৮ নভেম্বর সহকারী কমিশনার (ভূমি) হিসাবে খুলনা জেলার পাইকগাছা উপজেলায় যোগদান করেছেন।
এদিকে যোগদান করেই নবাগত এসিল্যান্ড মোঃ আরিফুজ্জামান সাংবাদিকদের সাথে আলাপচারিতায় বলেন সেবার মানসিকতা নিয়ে পূর্বের ধারাবাহিকতা অব্যাহত রেখে ভূমি অফিসকে দুর্নীতিমুক্ত, জবাবদিহিতামূলক ও সহজীকরণ সেবা নিশ্চিত করতে কাজ করবো। পাশাপাশি তিনি উপজেলার সকলের ধন্যবাদ ও শুভেচ্ছা বার্তা জানিয়েছেন।