
মোঃ রাজু আহম্মেদ–খুলনা◼️
খুলনার পাইকগাছা পৌরসভার ২০২৫-২৬ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। রবিবার (২৯ জুন) সকাল ১০টায় পৌরসভা কার্যালয়ে আয়োজিত এক সভায় পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীন এ বাজেট পেশ করেন।
ঘোষিত বাজেটে মোট আয় ধরা হয়েছে ৪৪ কোটি ৩৮ লাখ ৮০ হাজার ৭৮২ টাকা ১৮ পয়সা এবং ব্যয় ধরা হয়েছে ৪৪ কোটি ১৩ লাখ ৮০ হাজার ৩৪১ টাকা ৬৭ পয়সা। বাজেটে উদ্বৃত্ত দেখানো হয়েছে ২৫ লাখ ৪৪১ টাকা ৫১ পয়সা।
বাজেট ঘোষণাকালে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ রিয়াদ মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মোঃ শাফিন শোয়েব, উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন শাহা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ ইব্রাহিম গাজী এবং উপজেলা সমবায় কর্মকর্তা হুমায়ুন কবির।
সভায় আরও উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ লালু সরদার, পৌর প্রকৌশলী মোঃ নুর আহম্মেদ, উপ-সহকারী প্রকৌশলী মোঃ লিংকন আলী, প্রধান সহকারী শেখ জিয়াউর রহমান (জিয়া), হিসাব রক্ষক মৃনাল কান্তি সানা, ইউডিএ উত্তম কুমার ঘোষ, পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি প্রকাশ ঘোষ বিধান, সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীনসহ পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
পৌর প্রশাসক মাহেরা নাজনীন বলেন, জনকল্যাণমুখী উন্নয়ন পরিকল্পনা ও আর্থিক সুশাসন নিশ্চিত করতেই এ বাজেট প্রণয়ন করা হয়েছে। আগামী দিনে পাইকগাছা পৌরসভাকে একটি মডেল পৌরসভায় পরিণত করতে সবাইকে নিয়ে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।