খুলনা প্রতিনিধি:আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা ৬ পাইকগাছা কয়রা আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী ও খুলনা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার প্রেম কুমার মন্ডলের উদ্যোগে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
দেশব্যাপী বিএনপি-জামাত জোটের দেশবিরোধী ষড়যন্ত্র, পুলিশ হত্যা ও অবৈধ হরতাল অবরোধের প্রতিবাদে উক্ত শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়।
রবিবার বিকাল ৪টায় দলীয় নেতা কর্মীদের উপস্থিতিতে পাইকগাছা পৌর সদরের জিরো পয়েন্ট থেকে একটি মিছিল বের হয়ে সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরসভা বাজার জিরো পয়েন্টে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সভায় ইঞ্জিনিয়ার প্রেম কুমার বলেন, দেশের উন্নয়ন এবং অগ্রযাত্রা অব্যাহত রাখতে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার কোন বিকল্প নাই। দেশবিরোধী কোন অপরাজনীতির চক্রান্ত, অপপ্রচারে আপনারা বিভ্রান্ত হবেন না। আওয়ামী লীগের হাতেই বাংলাদেশ নিরাপদ। তিনি আরো বলেন, আগামী নির্বাচনে দলীয় নৌকা প্রতীক যিনিই পাবেন তার পক্ষে সকলকে একযোগে কাজ করতে হবে। মিছিলে আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।