আঃ মাবুদ,
গংগাচড়া,রংপুর: বিভিন্ন অনিয়মের মধ্যে দিয়ে পরিচালিত হয়ে আসছে গংগাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
যেন দেখার কেউ নাই।
আজ- ২৪/১০/২০২৪ তারিখ, দুপুর অনুমান ৩:৩০ ঘটিকার সময় মোছাঃ মমতাজ বেগম, স্বামী- মৃত: মহসিন, সাং- নিলকচন্ডী, ডাকঘর- বুড়িরহাট ফার্ম , থানা- গংগাচড়া, জেলা- রংপুর।
তাহার নাতী- মোঃ আরমান আলী (০৯) কে আহত অবস্থায় গংগাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহণ করার জন্য নিয়ে গেলে,
গংগাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জখমীর নাম ঠিকানা লিখে কোন রকম ঔষধ না লিখে
সাদা টিকিট মমতাজের হাতে প্রদান করিয়া পাঠিয়ে দেন।
উক্ত সাদা টিকিট হাতে দেখে মমতাজ বেগমকে জিজ্ঞাসাবাদ করিলে তিনি জানান যে, আমি মুখ্য-সুখ্য মানুষ কিছুই জানি না।
ডাক্টার আমার হাতে এটা দিয়ে বাড়ি যাইতে বলিলেন।
উপজেলা প্রশাসনের দৃষ্টি আর্কষন করছি। বিষয়টি তদান্ত করে দায়িত্ব্যে অবহেলা কারী কে কঠিন শাস্তি দেওয়ার আহবান জানিয়েছেন ভোক্ত ভোগি ও সচেতন মহল। এটাই যদি হয় তাহলে রোগির আরো জটিলতা বাড়বে সেই সাথে দায়িত্ব্যের প্রতি আরো অবহেলা বাড়বে।
তাই বিষয়টি তদান্তে এনে কঠিন শাস্তির সম্মুখীন করা দরকার বলে জনগনের ও দাবি।