
দেওয়ান ফাহিম হোসেন- গাইবান্ধা◾
গাইবান্ধার গোবিন্দগঞ্জে মোবাইল ব্যাংকিং প্রতারণা ও হ্যাকিং চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছে যৌথবাহিনী। অভিযানে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ প্রতারণার সরঞ্জাম, যার মধ্যে রয়েছে ১ হাজার ৬৪৯টি মোবাইল সিম কার্ড, চারটি সিম রেজিস্টার খাতা, একটি ল্যাপটপ, একাধিক মোবাইল ফোন এবং ৬ লক্ষ টাকার নগদ অর্থ।
বুধবার (১১জুন) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের উত্তর সিংহা গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়। যৌথবাহিনী রাত ৩টা থেকে সকাল ৯টা পর্যন্ত একটানা তল্লাশি চালায় অভিযুক্তদের বাড়িতে। আটককৃতরা হলেন—উত্তর সিংহা গ্রামের রমজান আলীর ছেলে মামুন মিয়া (৩৭) এবং একই গ্রামের মধু মিয়ার ছেলে ওয়াহেদ মিয়া (৩৯)।
অভিযানকালে তাদের বাড়ি থেকে পাওয়া যায় বিপুল পরিমাণ সিম কার্ড, সিমের পিনকোডসহ রেজিস্টার খাতা ও ডিভাইস, যা মোবাইল ব্যাংকিং প্রতারণার কাজে ব্যবহার করা হতো।
আটকের পর অভিযুক্তদের গোবিন্দগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনসহ বিভিন্ন আইনে মামলা দায়ের করা হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, এই চক্রটি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন প্রান্তে মোবাইল ব্যাংকিং হ্যাকিংয়ের মাধ্যমে সাধারণ মানুষকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করে আসছিল।
এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে এবং চক্রের সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।