
মোঃ রাজু আহম্মেদ–খুলনা◼️
উপকূলীয় এলাকা পাইকগাছায় বর্ষা মৌসুমে মাচা পদ্ধতিতে সবজি চাষ দিনদিন জনপ্রিয় হয়ে উঠছে। পানির মধ্যে মাচা তৈরি করে সবজি উৎপাদন এখন এখানকার কৃষকদের জন্য একটি টেকসই ও লাভজনক কৃষি উদ্যোগে পরিণত হয়েছে। ফলন বেশি হওয়ায় আর্থিকভাবে লাভবান হচ্ছেন চাষিরা।
বর্ষা মৌসুমে জমিতে পানি জমে থাকায় সাধারণভাবে সবজি চাষ করা কঠিন। কিন্তু মাচার সাহায্যে সবজির লতা মাটির স্পর্শ এড়িয়ে উপরে উঠে যায়, ফলে লতা ও ফল থাকে শুকনো ও পরিষ্কার। এতে পোকামাকড় ও রোগবালাইয়ের আক্রমণ কম হয় এবং সহজে ফসল সংগ্রহও করা যায়।
উপজেলা কৃষি দপ্তর সূত্রে জানা যায়, পাইকগাছায় বর্তমানে প্রায় ১০ হেক্টর জমিতে মাচা পদ্ধতিতে সবজি চাষ হচ্ছে। বাড়ির আঙিনা, জমির আইল কিংবা নিচু জমিতে এই পদ্ধতিতে চাষ করা হচ্ছে লাউ, কুমড়া, শসা, বরবটি, সিম, চিচিঙ্গাসহ নানা জাতের লতানো সবজি। ফসলের ধরন অনুযায়ী তৈরি হচ্ছে ৫-৬ ফুট উচ্চতার মাচা কিংবা ঝুলন্ত মাচা। বাঁশ, কাঠ কিংবা লোহার পাইপ ও নেট দিয়ে এসব মাচা তৈরি করা হয়।
পাইকগাছার কৃষক আজিজুর রহমান জানান, “আগে বর্ষায় জমিতে কিছুই করতে পারতাম না। এখন মাচা করে শসা চাষ করছি। বাজারে ভালো দাম পাচ্ছি।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. একরামুল হোসেন বলেন, “মাচায় সবজি চাষ একটি পরিবেশবান্ধব ও লাভজনক পদ্ধতি। এতে ফলন বেশি হয়, গাছের ক্ষতি হয় না এবং কৃষকের খরচও কমে। আমরা কৃষকদের নিয়মিত পরামর্শ দিয়ে যাচ্ছি।
এই নতুন চাষ পদ্ধতিতে আগ্রহী হয়ে উঠেছেন অনেক কৃষকই। বর্ষায় পানির ভেতরেও সবজি ফলিয়ে কৃষি আয়কে এগিয়ে নিতে এখন পাইকগাছার চাষিরা মাচার দিকেই ঝুঁকছেন।