
এস আর সাকিল– নিয়ামতপুর (নওগাঁ)◼️
নওগাঁর নিয়ামতপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতার লাঠির আঘাতে মিনিআরা বেগম (৪৫) নামের এক গৃহবধূ আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। কাঁঠাল পাড়াকে কেন্দ্র করে বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে উপজেলার পাঁড়ইল ইউনিয়নের সাতঘরা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও ভুক্তভোগীর পরিবারের সূত্রে জানা যায়, সরকারি রাস্তার পাশে অবস্থিত একটি কাঁঠাল গাছ থেকে তরকারি রান্নার জন্য ছোট একটি কাঁঠাল পাড়েন মিনিআরার ছেলের স্ত্রী। এরপরই ওই গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে সোহেল রানা ও তার স্ত্রী নার্গিস বেগম তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গালিগালাজ শুরু করেন। বাধা দিলে তারা গৃহবধূ মিনিআরার ওপর চড়াও হয়ে কিল-ঘুষি ও লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করে তাকে আহত করেন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন।
মিনিআরা বেগম বলেন, “আমার পরিবারের কেউ সরকারি গাছ থেকে বড় কাঁঠাল পাড়েনি, ছোট একটা কাঁঠাল নামানোর কারণে আমাকে গালিগালাজ করে, পরে মারধর করে আহত করেছে। আমি এখনো খুব ব্যথায় আছি।
স্থানীয়দের মতে, অভিযুক্ত সোহেল রানা একজন প্রভাবশালী এবং রাজনৈতিকভাবে সক্রিয় ব্যক্তি। তিনি দীর্ঘদিন ধরে ইউনিয়নের বিভিন্ন ঘটনায় প্রভাব বিস্তার করে আসছেন। বিভিন্ন সময় তার বিরুদ্ধে সহিংস আচরণের অভিযোগ থাকলেও তিনি পার পেয়ে যান।
এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার নিয়ামতপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।