
মোঃ মাসুদ রানা,স্টাফ রিপোর্টার: বাংলাদেশের জাতীয় কবি হিসেবে কাজী নজরুল ইসলাম রাষ্ট্রীয় স্বীকৃতি পাওয়ায় বগুড়ায় কৃতজ্ঞতা স্বরূপ সভা অনুষ্ঠিত হয়েছে। গেজেটে নাম অন্তর্ভুক্ত করায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাসহ পরিষদের ভূয়সী প্রশংসা করেন বক্তারা।
গতকাল সোমবার দুপুরে বগুড়া শহরের ম্যাক্স মোটেল মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন নজরুল চর্চা চেতনা কেন্দ্র বগুড়ার সভাপতি ও দৈনিক ইনকিলাব আঞ্চলিক প্রধান মহসিন আলী রাজু। সংগঠক ও কবি এইচ আলিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন নজরুল চর্চা চেতনা কেন্দ্রের সাধারণ সম্পাদক রায়হান আহম্মেদ রানা, উপদেষ্টা কবি বাবু বসুধা, সংগীত গুরু জাহাঙ্গীর মাহমুদ, কবি ও প্রকাশক মাহফুল আক্তার জাহান, ছড়াকার আমির খসরু সেলিম, বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র আব্দুর রহমান টুলু, মামুনুর রশীদ মামুন, মীর্জা দুলাল, খালেদ সিদ্দিকী প্রমুখ। উপস্থিত ছিলেন গোলাম সাকলায়েন বিটুল, সোলায়মান আলী, মার্জান আহাদ, আব্দুল্লাহ আল মামুন ও সোহেল তালুকদার।
উল্লেখ্য, কাজী নজরুল ইসলাম ১৯৭২ সালের ৪ মে বাংলাদেশে আসার তারিখ থেকে রাষ্ট্রীয় স্বীকৃতি হিসেবে ‘জাতীয় কবি’ ঘোষণা করে গেজেট প্রজ্ঞাপন প্রকাশের প্রস্তাব অনুমোদন করা হয়। গত ডিসেম্বরে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সভায় অনুমোদিত প্রস্তাব অনুযায়ী কবি কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের জাতীয় কবি ঘোষণা এবং সবার অবগতির জন্য গেজেট আকারে প্রকাশ করা হয়েছে।
বগুড়ায় কবি কাজী নজরুল ইসলাম চর্চা চেতনা কেন্দ্র আয়োজিত সভায় বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মহসিন আলী রাজু।