খুলনা প্রতিনিধি: আসন্ন ঘুর্ণিঝড় হামুন (HAMOON) মোকাবেলায় খুলনা জেলার ভিতর পাইকগাছা উপজেলার অধিক দুর্যোগ ঝুঁকিপুর্ন দ্বীপবেষ্টিত দেলুটি ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকাল-৩ টায় দেলুটি ইউনিয়নের জামতলা বাজারে ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির মিটিং সেন্টারে উক্ত সভায় সভাপতিত্ব করেন দেলুটি ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক এবং ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি বাবু রিপন কুমার মন্ডল।
এসময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য রবীন্দ্র নাথ মন্ডল,চম্পক বিশ্বাস,লক্ষ্মী রানী সরকার,শিক্ষক সুকৃতি মোহন সরকার ও সুভাষ মন্ডল। আরো উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির অতনু মন্ডল,বিভুতি সরকার,বিমল ঘোরামী,বিকাশ গোলদার,তুষার সরকার,রিপা বালা,তাপস মন্ডল,শ্যামল সরকার,সিপিপি সেচ্ছাসেবক যথাক্রমে দীপক মন্ডল,প্রান্তিক মন্ডল,অনিমেষ সরকার,আবু হানিফ,শুভ সরকার,প্রসেন সরকার,বিমান সরকার,সনৎ মিস্ত্রী,প্রীতিলতা মন্ডল,সুইটি সরকার,পম্পা মন্ডল ও সিও অনামিকা সরকার,প্রতীমা ঢালী প্রমুখ।