
চট্টগ্রাম প্রতিনিধি◼️:
করোনা, ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো ভাইরাল রোগ মোকাবেলায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) তিন মাসব্যাপী বিশেষ সচেতনতামূলক ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করবে বলে ঘোষণা দিয়েছেন মেয়র ডা. শাহাদাত হোসেন।
শনিবার (২৮ জুন) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) চত্বরে এক গণসচেতনতামূলক কর্মসূচির উদ্বোধনকালে তিনি বলেন, “একসাথে তিনটি ভাইরাস মোকাবেলা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। এর মধ্যে ডেঙ্গু ও চিকুনগুনিয়া সিজনাল হলেও কোভিডের মতো ভয়াবহতা তৈরি করতে পারে। তাই আমরা এই অভিযান শুরু করছি।”
মেয়র জানান, ডেঙ্গু প্রতিরোধে চসিক নিয়মিত মশক নিধন কার্যক্রম পরিচালনা করছে। মশার ওষুধের কার্যকারিতা নিয়ে জনমনে যে অভিযোগ রয়েছে, তার ব্যাখ্যায় মেয়র বলেন, “একই ধরনের ওষুধ দীর্ঘদিন ব্যবহারে মশার মধ্যে প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়। এজন্য আমরা পরীক্ষামূলকভাবে আমেরিকার গবেষণায় প্রাপ্ত নতুন বায়োলজিকাল লার্ভিসাইড ‘বিটিআই’ ব্যবহার করছি। এর কার্যকারিতা ভালো পাওয়া গেছে।”
তিনি আরও বলেন, বর্তমানে ৪১টি ওয়ার্ডে কোনো কমিশনার না থাকলেও চসিক কর্মীরা দায়িত্ব পালন করছেন। সকলকে সম্পৃক্ত করে চলমান এ অভিযান সফল করার লক্ষ্যে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান মেয়র।
ডা. শাহাদাত বলেন, “শুধু সিটি কর্পোরেশনের উপর দায় চাপিয়ে চলবে না। প্রতিটি নাগরিককে নিজ উদ্যোগে বাড়ি ও আশপাশ পরিচ্ছন্ন রাখতে হবে। বিশেষ করে ছাদ, ফুলের টব, বালতি, নির্মাণ সামগ্রীতে জমে থাকা পানি পরিষ্কার করতে হবে।”
ডেঙ্গুতে আক্রান্ত রোগীদের বিষয়ে তিনি বলেন, “চট্টগ্রাম মেডিকেলে বর্তমানে ৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি আছেন, তবে তারা সবাই সুস্থ এবং গুরুতর কেউ নেই।”
তিনি আরও সতর্ক করেন—ঘুমানোর সময় মশারি ব্যবহার করা, সন্ধ্যার পর ফুলহাতা জামা-প্যান্ট পরিধান, এবং মসজিদসহ সব ধর্মীয় স্থানে স্বাস্থ্যবিধি মেনে চলার উপর গুরুত্ব দিতে হবে। প্রয়োজনে আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যমে ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান মেয়র।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দীন, চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী, ম্যালেরিয়া ও মশক নিয়ন্ত্রণ কর্মকর্তা মোঃ শরফুল ইসলাম মাহি, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা প্রণব কুমার শর্মা, ড্যাব চট্টগ্রাম জেলা শাখার সেক্রেটারী ডা. বেলায়েত হোসেন ঢালি, এবং ডা. সারোয়ার আলম।
মেয়রের আহ্বান, “জনগণের সচেতনতা ও অংশগ্রহণ ছাড়া এ অভিযান সফল হবে না।”