মোঃআমিন উল্লাহ টিপু,চন্দনাইশ প্রতিনিধি:
চট্টগ্রামের চন্দনাইশ থানার পূর্ব পাশে রাত ২টার দিকে হঠাৎই আগুন লাগে। কিছুই রক্ষা পায়নি আগুন থেকে। এক রাতেই ছাই হল ৩ বসত ঘর। এ সময় আগুনে আহত হয়েছেন একজন। মঙ্গলবার (১৭ অক্টোবর) রাত ২টার দিকে চন্দনাইশ থানার পূর্ব পাশে খন্দকার বাড়ি নাছির ডিলারের বাড়ি এলাকার মৃত হানিফ, মো. ছৈয়দ ও আবু ছৈয়দ বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।
আগুনের লেলিহান ও বাড়ির লোকজনের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসে। কিছু বুঝে উঠার আগেই মুহূর্তের মধ্যে পাশের মৃত হানিফের , আবু সৈয়দ ও মোহাম্মদ সৈয়দ ঘরসহ মোট ৩টি ঘরে আগুন ছড়িয়ে পড়ে।
নগদ টাকা ও স্বর্ণালংকারসহ ওই দুটি বসতঘরের ৭ কক্ষ পুড়ে ৫-৬ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত পরিবারের। আগুনে মো. ছৈয়দ আহত হয়ে চন্দনাইশ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে জানা যায়।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত তিন জন হলেন চন্দনাইশ পৌরসভার থানার পূর্ব পাশে খন্দকার বাড়ি নাছির ডিলারের বাড়ি এলাকার মৃত হানিফ এর পরিবার মোহাম্মদ ছৈয়দ ও আবু ছৈয়দ।
চন্দনাইশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সাব অফিসার ছাবের আহমেদ বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করছি প্রথমে বৈদ্যুতিক শর্টসার্কিট পরে গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়েছে। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে চন্দনাইশ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এবং স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।