মোঃআমিন উল্লাহ টিপু,চন্দনাইশ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশের জনবহুল এলাকার প্রায় ৩ কিলোমিটার কাঁচা রাস্তায় চলাচলে মারাত্মক দুর্ভোগের শিকার হচ্ছে কয়েক হাজার মানুষ। দীর্ঘদিন ধরে রাস্তাটি পাকা করার দাবি জানিয়েও কোনো কাজ হয়নি। এ কারণে সড়কের উপর ধানের চারা লাগিয়ে প্রতিবাদ করেছে এলাকাবাসী। বরকল ইউপির ৯ নং ওয়ার্ডের কুলালডাঙ্গা এলাকার শীতলা বাড়ি সড়কটির কিছু অংশ বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে অদ্যাবধি পাকা না হওয়ায় বুধবার ( ১১ অক্টোবর) সড়কে ধানের চারা লাগিয়ে প্রতিবাদ করেছে এলাকাবাসী।
স্থানীয় টিটু দে, বিশ্বেসর, হারুনর রশীদ, সম্রাট, মুন্নি দে, পুস্পিতা দে জানায়, ৩ কিলোমিটার সড়কের প্রায় অংশ পাকা হলেও অদৃশ্য কারণে মহাসড়কের সাথে সংযুক্ত তিনশত মিটার সড়ক অদৃশ্য কারণে কাঁচা থেকে যায়। বর্ষাকালে কাঁচা সড়ক জুড়ে হাঁটু পানিতে কর্দমাক্ত হয়ে একেবারেই চলাচলের অযোগ্য হয়ে উঠে। এ সড়ক দিয়ে সামন্ত পাড়া, শীল পাড়া, সিকদার বাড়ী সহ কয়েকটি পাড়া চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, থানা, হাঁট- বাজার, অফিস- আদালত, মন্দির, পশ্চিম হারলা শচিন্দ্র কুমার মহাজন প্রাথমিক বিদ্যালয়, শুচিয়া রামকৃষ্ণ উচ্চবিদ্যালয়, গাছবাড়ীয়া সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ, রাউলিবাগ বায়তূল আমান ইবতেদায়ি মাদ্রাসা,বরমা ডিগ্রি কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসায় শিক্ষক – শিক্ষার্থী ও এলাকাবাসী মহাসড়কে সংযুক্ত সড়ক দিয়ে যাতায়াত করেন। গুরুত্বপূর্ণ সড়কটি বার বার আশ্বাস পেয়েও কখনো পাকা না হওয়ায় গ্রামবাসী ক্ষুব্ধ হয়ে সড়কে ধানের চারা রোপণ করেন।ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান দীলিপ ভট্রাচার্য বলেন ‘ সড়টির অবস্থা খুবই করুণ। এলজিইডির আওতাধীন সড়কটি বাস্তবায়নে ইতঃপূর্বে চেষ্টা করেও সফল হতে পারেননি বলেও তিনি জানান’।এ ব্যাপারে যোগাযোগ করা হলে উপজেলা প্রকৌশলী মোহাম্মদ জোনায়েদ আবছার চৌধুরী জানান, অফিসিয়াল বক্তব্য হচ্ছে এটা গ্যাটার চিটাগং ফোর এ দিয়েছি।
শিরোনামঃ
নোটিশঃ
চন্দনাইশে কর্দমাক্ত সড়কে ধানের চারা রোপণ করে এলাকাবাসীর প্রতিবাদ
- Reporter Name
- Update Time : ০৫:২১:২১ অপরাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০২৩
- ১৫০ Time View
Tag :
Popular Post