
মোঃআমিন উল্লাহ টিপু,চন্দনাইশ প্রতিনিধি: আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষে চন্দনাইশ উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত আইন-শৃংখলা, মতবিনিময় ও প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়।গতকাল ৯ অক্টোবর দুপুরে উপজেলা সদরস্থ কাশেম-মাহাবুব উচ্চ বিদ্যালয় হল রুমে আয়োজিত মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদা বেগমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী।সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) ডিপ্লোমেসি চাকমা, থানা অফিসার ইনচার্জ ওবায়দুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মাও. সোলাইমান ফারুকী, চন্দনাইশ পৌরসভার মেয়র মাহবুবুল আলম খোকা, দোহাজারী পৌরসভার মেয়র মোহাম্মদ লোকমান হাকিম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান,যথাক্রমে চেয়ারম্যান আমিন আহমদ চৌধুরী রোকন, এড. খোরশেদ বিন ইসহাক, এসএম সায়েম, ,জেলা পূজা কমিটির সহ-সভাপতি বাবু উৎফল রক্ষিত, পূজা পরিষদ চন্দনাইশ উপজেলার আহ্বায়ক বিষ্ণুযশা চক্রবর্তী, সাবেক সভাপতি ডাক্তার কাজল বৈদ্য, সাবেক সাধারণ সম্পাদক সমীরন দাশ তপন, বাবু, অমিতাভ চৌধুরী টিটো, অশোক কুমার সুশীল, পূজা পরিষদের সদস্য সচিব বাবু, কৃষ্ণ চক্রবর্তী, অলক কুমার দে, বিকাশ চন্দ্র দে, দোহাজারী পৌরসভার সভাপতি সত্যপদ তালুকদার বাবলা, সাধারণ সম্পাদক সৈকত দাশ ইমন, চন্দনাইশ পৌরসভার সাধারণ সম্পাদক সাধন কান্তি নাথ, রত্নজিত ধর, মিঠন মহাজন, জোয়ারা ইউনিয়নের সভাপতি সুনীল কান্তি দে,বরকল ইউনিয়নের সভাপতি অজিত ব্যানাজী, সাধারণ সম্পাদক জুয়েল শীল, রঞ্জন পাল, সুকান্ত দাশ,রনি কান্তি দে, বাবলু দাশ , রুবেল দাশ,রুপম দেব প্রমূখ।