
মোঃআমিন উল্লাহ টিপু,চন্দনাইশ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে কেন্দ্রীয় আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপ কমিটির সদস্য ও উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরীর নেতৃত্বে বিএনপি জামাতের অগ্নি সন্ত্রাস, হরতাল, অবরোধের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বুধবার বিকাল ৪টার সময় উপজেলার বদুর পাড়া রাস্তার মাথা থেকে বিক্ষোভ মিছিল চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে খাঁনহাট পর্যন্ত প্রধান প্রধান সড়ক পদক্ষীণ করে খানহাট চত্তরে এক পথসভায় মিলিত হন। পথসভায় প্রধান অতিথি আবদুল জব্বার চৌধুরী বলেন- সারাদেশে উন্নয়ন কর্মকান্ড অতীত বিএনপি জামাত সরকারের ভিত নেড়ে দিয়েছে। মানুষ যা কল্পনা করেনি প্রধান মন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ সরকার অসম্ভবকে সম্ভব করেছেন। দেশ আন্তর্জাতিক বিশ্বে উন্নয়নের রোল মডেলের পরিণত হয়েছে। সরকারের এই সব উন্নয়নে বিএনপি জামাত ভীত সন্তস্ত্র হয়ে পড়েছে। যে কারণে দেশ বিরোধী ষড়যন্ত্রে মেতে উঠেছে। প্রধান অতিথি আব্দুল জব্বার চৌধুরী দেশ বিরোধী গোষ্ঠীর ষড়যন্ত্রের বিরুদ্ধে সম্মিলিত ভাবে রুখে দাঁড়িয়ে দাঁত ভাঙ্গা জবাব দেওয়া অনুরোধ জানান। তিনি পুনরায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে আওয়ামীলীগ সরকার গঠনের আহ্বান জানান। বর্তমানে হরতাল, অবরোধ, অগ্নি সন্ত্রাশের বিরুদ্ধে এদেশের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। অন্যতায় দেশের অর্থনৈতিক উন্নয়ন ব্যাহত হবে। প্রচার ও প্রকাশনা সম্পাদক হেলাল উদ্দীন চৌধুরীর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বাবর আলি ইনু, বরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলম টিটু, চন্দনাইশ পৌরসভার ৭নং ওয়ার্ডে কমিশনার মোজাম্মেল হক চৌধুরী, দোহাজারী পৌরসভার ৭নং ওয়ার্ডের কমিশনার আলমগীর, খাঁনহাট বাজার সমিতির সভাপতি আমির মোহাম্মদ সাইফুদ্দীন, নুরুল আমজাদ চৌধুরী, মোরশেদ আলম চৌধুরী (খোকন), কাজী শিমুল আহম্মদ, বোরহান উদ্দীন গিপারী, নুরুল আবচার প্রমুখ।