মোঃ আমিন উল্লাহ টিপু,চন্দনাইশ প্রতিনিধি: শনিবার সকাল ১১টায় চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা সমবায় অফিসের আয়োজনে “সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৫২তম জাতীয় সমবায় দিবস/২৩ইং উপলক্ষে এক র্যালী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালী শেষে চন্দনাইশ উপজেলা কনফারেন্স হলরুমে আলোচনা সভা ও ক্রেস্ট বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চন্দনাইশ উপজেলা নির্বাহি অফিসার জনাব মাহমুদা বেগম ।
উক্ত আলোচনা সভা ও ক্রেস্ট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চন্দনাইশ মাটি ও মানুষের নেতা আলহাজ্ব বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরী এমপি ।
সানজিদা পপির সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান আব্দুল জব্বার চৌধুরী । অন্যান্যদের বক্তব্য রাখেন চন্দনাইশ উপজেলা সমবায় কর্মকর্তা শামসুদ্দিন ভূঁয়া।
প্রধান অতিথি আলহাজ্ব বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরী এমপি বলেন- সমবায় দিবস একটি গুরুত্বপূর্ণ দিবস, দেশের উন্নয়নের সাথে সমবায়ের সম্পৃতা সেই আদিকাল থেকে। অর্থনৈতিক উন্নয়নে সমবায় সমিতি গুলো দেশের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাই সমবায় দিবসে সমবায়ের সাথে অন্তভুক্ত সকল প্রতিষ্ঠানকে ভবিষ্যতে এ দিবসে এবং দেশে সমবায়ের মাধ্যমে উন্নয়নে রোল মডেলে পরিনত করার আহবান জানান।
এতে আরও উপস্থিত ছিলেন সাতবাড়িয়া ইউনিয়ন মৎস্য জীবি লীগের সভাপতি আকতার হোসেন, ছাত্রলীগ নেতা সিরাজুল কাফি চৌধুরী। আলোচনা সভা শেষে কয়েকটি সমবায় সমিতি লিঃ কে সমবায়ী কাজে বিশেষ অবদান রাখায় ক্রেস্ট প্রদান করা হয়। সমবায় অনুষ্ঠানে বার বার শ্রেষ্ঠ সমবায় হিসেবে পুরস্কার প্রাপ্ত সাতবাড়ীয়া খাজা আজমীর অটোরিক্সা মালিক-চালক সমবায় সমিতি এবারও নির্বাচিত হয়। সংগঠনটির পক্ষে সমিতির সভাপতি আকতার হোসেন ক্রেষ্ট গ্রহণ করেন।
শিরোনামঃ
নোটিশঃ
চন্দনাইশে যথাযোগ্য আয়োজনে উদযাপিত হলো জাতীয় সমবায় দিবস
- মোঃ আমিন উল্লাহ টিপু
- Update Time : ০২:০১:৩৪ অপরাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০২৩
- ৮৭ Time View
Tag :
Popular Post