মোঃআমিন উল্লাহ টিপু,চন্দনাইশ প্রতিনিধি:
চট্টগ্রামের চন্দনাইশে আ’লীগ নেতা প্রার্থীতা ঘোষণা করেছেন। রবিবার বিকাল ৫টায় উপজেলার কর্মরত সংবাদ কর্মীদের সাথে মতবিনিময় সভায় আ’লীগ নেতা আবদুল কৈয়ুম চৌধুরী প্রার্থীতা ঘোষনা করেন। আবদুল কৈয়ুম চৌধুরী দক্ষিণ জেলা আওয়ামীলীগের নবগঠিত কমিটির সদস্য। তিনি ২০১৮ সালেও আ’লীগের পক্ষ থেকে নৌকা প্রতীক নিয়ে জাতীয় সংসদ নির্বাচন করার জন্য আওয়ামীলীগের কেন্দ্রীয় মনোনয়ন কমিটির নিকট মনোনয়ন পত্র দাখিল করেছিলেন। কিন্তু ২০১৮ সালে মনোনয়ন পেয়েছিলেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী। ২০২৩/২০২৪ সালে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় আবদুল কৈয়ুম চৌধুরী মনোনয়ন পত্র দাখিল করবেন বলে ঘোষনা করেছেন।
তিনি বলেন, রাজনীতির বাইরে সমাজের কাজ করা আমার নেশায় পরিণত হয়েছে। আপনারা দেখেছেন করোনাকালে আমার সামাজিক কাজ গুলো। আমি রাজনীতির বাইরে গিয়ে আমার ছাত্রজীবন থেকে সামাজিক কাজ গুলো করে আসছি আমার দায়বদ্ধতা থেকে। আসলে সামাজিক কাজ এক জিনিস সমাজের প্রতিনিধিত্ব করা সেটি আরেক জিনিস।
সমাজের প্রতিনিধিত্ব করতে হলে আপনাকে চৌকস লিডারশীপ করতে হবে এবং মানুষের নিয়ে কাজ করার আকাঙ্ক্ষা থাকতে হবে। সমাজের বেকারত্ব ও শিক্ষার মান আপনাকে শতভাগ নিশ্চিত করতে হবে। আপনারা জানেন বেকারত্ব দূর করতে আমার নানা প্রদেক্ষগুলো। আমি মনে করছি আমি যে ইতি মধ্যে ৩০০জনের চাকরি নিশ্চিত করার জন্য কাজ করে যাচ্ছি তা পর্যায়ক্রমে বেকারত্ব নিশ্চিত হবে বলে আশা করছি।
এ সময় মতবিনিময় সভায় আওয়ামীলীগ নেতা ইয়াছিনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আকতার চৌধুরীসহ চন্দনাইশের কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার অর্ধশত সাংবাদিক উপস্থিত ছিলেন।