
মোঃআমিন উল্লাহ টিপু,চন্দনাইশ প্রতিনিধি: শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস’- এ প্রতিপাদ্য নিয়ে সোমবার (১৮ অক্টোবর) তৃতীয়বারের মতো জাতীয় দিবস হিসেবে সারাদেশে যথাযথ মর্যাদায় উদযাপিত হয়েছে ‘শেখ রাসেল দিবস ২০২৩’। ১৯৭৫ সালের ১৫ আগস্ট সেনাবাহিনীর কতিপয় বিপদগামী সদস্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার সময় তার ছোট ছেলে শেখ রাসেলকেও হত্যা করে।
আজ বুধবার সকালে গাছবাড়িয়া কলেজের উদ্যোগে আনন্দ র্যালি , দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মোঃ হাসান সরওয়ারের সভাপতিত্বে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন প্রফেসর রনজিৎ কুমার দত্ত। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ড. সুব্রত বরণ বড়ুয়া। আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাইফুল ইসলাম বাবু,আরিফ হোসেন, রবিউল হোসেন, ইমরান হোসেন সাঈদ, আমিনুল হক,বিজয়, ভাবলু,নোমান, তৌহিদ প্রমুখ।