মোঃআমিন উল্লাহ টিপু,চন্দনাইশ প্রতিনিধি: চট্টগ্রামের দোহাজারিতে রবিবার একটি ইউনিক বাসের ধাক্কায় ১ অটোরিকশার যাত্রী ও হানিফ গাড়ির হেলপার ১ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ যাত্রী।
আজ রবিবার দুপুর ২টার দিকে রবিবার চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক দোহাজারি সদরের খানপ্লাজার সামনে রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
চন্দনাইশে মর্মান্তিক সড়ক দূঘটনায় ২ জনের মৃত্যু ৩ জন আহত
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার সময় কক্সবাজার থেকে চট্টগ্রামমুখী ইউনিক পরিবহনের যাত্রীবাহী বাস নাম্বার নং-ঢাকা মেট্রো-ব-১৪-৬০৪৯ দ্রুতবেগে আসা দোহাজারী পৌরসদরে যাত্রীবাহী অটোরিক্সাকে চাপা দেয়। এসময় ঘটনাস্থলে ২ জন নিহত এবং ২জন মোটর সাইকেল আরোহী ও ১ জন রিক্সাচালক আহত হয়। নিহত ও আহতরা হলেন মৃদুল নাথ (৬০), আবদুল্লাহ (৩৫), আমির হোসেন (৪০), কুতুব মিনার (২২) ও রিক্সাচালক। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য দোহাজারী হাসপাতালে ভর্তি করলে শারীরিক অবস্থার অবনতি ঘটায় আহত ২ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। দোহাজারী হাসপাতালের কর্তব্যরত ডাক্তার আলো দীপা মজুমদার জানান কুতুব মিনারের অবস্থা আশঙ্কাজনক। দোহাজারী হাইওয়ে পুলিশ দূর্ঘটনা কবলিত গাড়ি জব্দ ও চালককে আটক করেছে। ট্রাফিক পুলিশ বক্সের কর্তব্যরত কর্মকর্তা তোফায়েল আহমদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।