মোঃআমিন উল্লাহ টিপু,চন্দনাইশ প্রতিনিধি: মসজিদ পরিচালনায় অনিয়ম, অভিযোগে কমিটি বাতিল ও নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি করার দাবি। গত ০৪ নভেম্বর ২০২২ তারিখে ফজল আহমদ মেম্বার মসজিদে আর কোন ঝামেলা মারামারি করবে না বলে মহল্লার ২৭ জনের স্বাক্ষর নেই। এর পর গত ৩ মার্চ ২০২৩ তারিখে দুপুর ১.৩০ সময় ছলেয়ার পাড়া ওয়ালী মোহাম্মদ মসজিদের ভিতরে মারধর করে বলে মোঃনুরুল আবছার বাদী হয়ে সিরাজুল ইসলাম, মিনহাজ ও আরো অজ্ঞাতনামা ৬/৭ বিরুদ্ধে অভিযোগ করে।
চন্দনাইশ থানার এসআই মোস্তাফিজ ৩১ মার্চ ২০২৩ মসজিদেরব বিষয় নিয়ে আর কোন ঝামেলা হবে না বলে আপোষনামায় ২ পক্ষে স্বাক্ষর করে ১ পক্ষ মোঃ আবুল কাসেম মাষ্টার ২য় পক্ষ মোহাম্মদ সেলিম উভয় পক্ষ থানায় আপোষনামায় স্বাক্ষর করে। সেই আপোষনামায় কিছু শর্ত উল্লেখ করে দেন চলমান আপোষনামা থাকা অবস্থায় ওয়ালী মোহাম্মদ জামে মসজিদ পরিচালনায় কমিটি ৩১শে অক্টোবর ২০২৩ সাল পর্যন্ত বলবৎ থাকিবে বলে সিদ্ধান্ত হয়।এবং মেয়াদ শেষ তারিখের এক সপ্তাহ পূর্বে চলমান কমিটি মসজিদ মহল্লা বাসীকে জানিয়ে দিবে চলমান কমিটির মেয়াদ শেষ হয়েছে আপনারা নতুন কমিটি করেন। কিন্তু ২২ অক্টোবর ২০২৩ হওয়ার পর ও চলমান কমিটির কোন খবর নেই তাদের সাথে যোগাযোগ করলে সকালে বসবো বিকেলে বসবো বলে সময় দেয় কিন্তু ওরা আসে না।
তাই ২২ অক্টোবর ওয়ালী মোহাম্মদ জামে মসজিদের মহল্লার বাসিন্দারা ৫ সদস্য বিশিষ্ট এডহক কমিটি করে দিয়েছেন ।
ওই কমিটির মেয়াদ ৩০ অক্টোবর পর্যন্ত । মসজিদের গঠনতন্ত্র মোতাবেক নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠন করেই দিবেন। আগের যারা পরিচালনা কমিটিতে ছিলেন তারা ১৮ বছর কোন উন্নয়ন করেনি বলে দাবি করেন মহল্লা বাসী।
ফলে মসজিদের সাধারণ মুসল্লিদের মনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
সভাপতি মোঃ কাশেম মাষ্টার তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে অভিযোগ মিথ্যা বলে অস্বীকার করে।
শিরোনামঃ
নোটিশঃ
চন্দনাইশ সাতবাড়িয়া ছলেয়ার পাড়া ওয়ালী মোহাম্মদ জামে মসজিদ কমিটির বিরুদ্ধে অভিযোগ
- Reporter Name
- Update Time : ০৯:০৪:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৩ অক্টোবর ২০২৩
- ১২১ Time View
Tag :
Popular Post