
মোঃআমিন উল্লাহ টিপু,চন্দনাইশ প্রতিনিধি:
চট্টগ্রামের চন্দনাইশে ঘূর্ণিঝড় হামুনে তান্ডবে বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। গত মঙ্গলবার রাত ৯ টা ৩০মিনিটের সময় বয়ে যাওয়া তান্ডবে অনেক বড় বড় গাছ উপড়ে ২০/২৫ কাচাঁ ও সেমি পাকা বসত ঘর বিধ্বস্ত হয়। ছাড়া ও শঙ্খ নদীর তীরবর্তী সবজি খেতের ক্ষতি সাধিত হয়েছে। এছাড়া গাছ -পালা পড়ে চন্দনাইশ উপজেলার বিভিন্ন এলাকায় সড়ক যোগাযোগ ব্যাবস্হা বিচ্ছিন্ন হয়ে পরেছে। বিদ্যুৎ সংযোগ লাইন বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় পুরো চন্দনাইশ বিদ্যুৎ বিহীন অবস্থায় অন্ধকারে নিমজ্জিত হয়ে রয়েছে। পল্লী বিদ্যুৎ গাছবাড়িয়া জোনাল অফিসের ডিজিএম আবু সুফিয়ান বলেন, হামুন ঘূর্ণিঝড়ে গাছ উপড়ে পড়ে বিদ্যুৎ সংযোগ লাইন ও খুঁটির ব্যাপক ক্ষতি হয়েছে। বিদ্যুৎ কর্মীরা কাজ করছেন তবে সংযোগ লাইন চালু করতে সময় লাগবে বলে জানান।