
এহিয়া আহমদ রাফি– কমলগঞ্জ(মৌলভীবাজার)◼️
মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ২নং পতনউষার ইউনিয়নের গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক তারাপাশা টু এয়ারপোর্ট রোড বর্তমানে চরম অব্যবস্থাপনার মধ্যে পড়ে আছে। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় রাস্তাটি এখন যানবাহন ও পথচারীদের জন্য পরিণত হয়েছে এক দুঃস্বপ্নে।
এই সড়কটি রাজনগর-মৌলভীরচক হয়ে শমসেরনগর এয়ারপোর্ট রোডের সঙ্গে সংযুক্ত। শহীদনগর বাজার এলাকা থেকে শুরু করে পালপুর কুনি মোড়া পর্যন্ত প্রায় দুই কিলোমিটার অংশে রাস্তাটি বর্তমানে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। কার্পেটিং উঠে গিয়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের, বর্ষা মৌসুমে যা কাদা ও পানিতে পরিণত হয়ে পথচারীদের দুর্ভোগ বাড়িয়ে তোলে।
◼দুর্ভোগে শিক্ষার্থী থেকে দিনমজুর
এই রাস্তা দিয়ে প্রতিদিন শত শত স্কুলগামী শিক্ষার্থী, অফিসগামী মানুষ, কৃষক, দোকানদার ও জরুরি সেবা ব্যবহারকারীরা যাতায়াত করেন। কিন্তু রাস্তার করুণ অবস্থার কারণে প্রায়শই ঘটছে দুর্ঘটনা। স্থানীয় এক সিএনজি চালক রফিকুল ইসলাম জানান,এই রাস্তায় চালিয়ে দিনে পাঁচশো টাকা ইনকাম করি, গাড়ি সারাতে খরচ হয় সাতশো!
◼ব্যবসা প্রতিষ্ঠানেও প্রভাব
একজন স্থানীয় ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে জানান, রাস্তার এই অবস্থার কারণে অনেকেই এখন আর বাজারে আসতে চায় না, বিক্রি কমে গেছে অনেক।
◼ইলেকট্রিক যানবাহন চালকদের হতাশা
টমটম চালক হাবিব মিয়া বলেন, “এই রাস্তায় গাড়ি চালালেই ব্যাটারি নষ্ট হয়ে যায়। ইলেকট্রিক তার পুড়ে যায়, আমাদের আয় বন্ধ হয়ে যাচ্ছে।
◼চেয়ারম্যান ও প্রকৌশল দপ্তরের অবস্থান
স্থানীয় ইউপি চেয়ারম্যান অলি আহমেদ খান জানান, ইউনিয়নের পক্ষ থেকে ইট ও বালু ফেলে চলাচলের চেষ্টা করা হয়েছে, তবে এটি স্থায়ী সমাধান নয়।”
কমলগঞ্জ উপজেলা প্রকৌশলী সাইফুল আজম বলেন, “গত বন্যায় একাধিক সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতোমধ্যে মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠানো হয়েছে। বাজেট এলেই সংস্কারকাজ শুরু হবে।
◼জনগণের প্রত্যাশা
সাধারণ মানুষ ও যানবাহন চালকরা দ্রুত এই সড়কের সংস্কার দাবি করছেন। বিশেষ করে যেসব এলাকায় স্কুল, বাজার ও জরুরি সেবার সংযোগ রয়েছে, সেসব জায়গায় উন্নয়ন কাজ অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নের দাবিও জানান তারা।