নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা জেলার গৌরীপুর-হোমনা সড়কটি মেরামতের পর সিএনজি অটোরিকশা চালকরা নিজেদের বিমানের পাইলট হিসেবে নিজেকে দাবি করে আর একতা সার্ভিসের চালকদের যুদ্ধ বিমানের পাইলট হিসেবে জাহির করে থাকে,
গৌরীপুর থেকে বাতাকান্দি যেতে পাগলা ড্রাইভার দের সাথে ভদ্র ড্রাইভারদের সর্বোচ্চ ২/৩ মিনিটের ব্যবধান হতে পারে।
কিন্তু সামান্য ২/৩ মিনিটের জন্য জীবনের ঝুঁকি নেয়ার অর্থ কি?
তদ্রূপ একতা সার্ভিসের ড্রাইভারদের অনেক উশৃংখল চালকদের কারণে কত মায়ের বুক খালি হয়েছে।
বাজার থেকে গৌরীপুর মোড়ের কথা বলে লাভ নেই, এসব দ্রুতযান চলাচলের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনীদের দৃষ্টি আকর্ষণ করছে সাধারণ জনগণ এবং আমি নিজে বহুবার লেখালেখি করার পর প্রশাসনিক কিংবা বাজার নিয়ন্ত্রণ কর্তাদের জাগ্রত করতে পারিনি।
নিরাপদ সড়ক চাই সংগঠনের নেতৃবৃন্দ মাঝে মধ্যে লিফলেট বিতরণ এবং সচেতনতায় কাজ করে যাচ্ছেন নিরাপদ সড়ক চাই সংগঠনের সম্মানিত সদস্যগণেরা গেলেও পরদিন যেই লাউ সেই কদু!
প্রসঙ্গত আজকে স্কুল ছুটির পর বাড়ী ফেরার পথে শিবপুর স্টেশনে সিএনজি দূর্ঘটনায় প্রাণ হারিয়েছে অষ্টম শ্রেণির মেধাবী ছাত্র ফাহাদ আল মুহিত। সে তিতাসের মজিদপুর গ্রামের আল মামুনের পুত্র এবং গৌরীপুর আনন্দ মাল্টিমিডিয়া স্কুলের ছাত্র।