
মোঃ রাজু আহমেদ–খুলনা◼️
খুলনার পাইকগাছায় ভিডব্লিউবি কার্ড বরাদ্দে অনিয়মের অভিযোগ তুলে ৭নং গদাইপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ খোরশেদুজ্জামানের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন এলাকাবাসী।
বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে এলাকাবাসীর পক্ষে সাবেক পৌর ছাত্রদল সভাপতি ও বিএনপি নেতা গাজী সোহেল রাশেদ জনির নেতৃত্বে একটি প্রতিনিধি দল উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন বরাবর অভিযোগপত্র দাখিল করেন।
অভিযোগে বলা হয়, গদাইপুর ইউনিয়নে সরকার কর্তৃক হতদরিদ্র নারীদের জন্য ২২১টি ভিডব্লিউবি (মাসিক ৩০ কেজি চাল) কার্ড বরাদ্দ রয়েছে। এ বরাদ্দের বিপরীতে ইউনিয়ন থেকে অনলাইনে ১০৮৩ জন নারী আবেদন করেন। কিন্তু প্যানেল চেয়ারম্যান মোঃ খোরশেদুজ্জামান অভিযোগপত্রে নামমাত্র যাচাই করে আর্থিক বা রাজনৈতিক সুবিধা নিয়ে প্রকৃত অসচ্ছলদের বাদ দিয়ে সচ্ছলদের নামের তালিকা প্রস্তত করে তা ইউএনও অফিসে দাখিল করেছেন।
আবেদনকারীদের অভিযোগ, তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে গিয়ে একাধিকবার আর্থিক লেনদেন ও পছন্দ-অপছন্দের ভিত্তিতে ব্যক্তিকে সুযোগ দেওয়া হয়েছে। ফলে প্রকৃত হতদরিদ্র নারীরা বঞ্চিত হচ্ছেন। এমন পরিস্থিতিতে ২২১টি কার্ড বরাদ্দের ক্ষেত্রে লটারির মাধ্যমে স্বচ্ছ ও নিরপেক্ষ যাচাই-বাছাইয়ের দাবি জানানো হয়।
এ সময় ভিডব্লিউবি কার্ড প্রত্যাশী অসহায় নারীদের পাশাপাশি মোঃ জাহাঙ্গীর আলম, আবু বক্কর সিদ্দিক, আসাদ আল হাফিজ, জিয়ারুল ইসলাম, মোঃ আবু জাফর প্রমুখ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন বলেন, “অভিযোগ পেয়েছি। বিষয়টি নিয়ে কার্যক্রম চলমান রয়েছে। আশা করছি আগামী সোমবার সাংবাদিকদের উপস্থিতিতে স্বচ্ছ প্রক্রিয়ায় ২২১ জনের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।