তামিম বিল্লাহ,
জেলা প্রতিনিধি,সাতক্ষীরাঃ সাতক্ষীরা জেলায় কলারোয়া উপজেলার মুরারীকাটি উত্তর পালপাড়া শারদীয় পদুর্গাপূজা মন্দিরে লখ টাকা খরচে ১০০ কেজি চিনিগুঁড়া ধান দিয়ে তৈরি হয়েছে দৃষ্টিনন্দিত সোনালী বর্ণের প্রতিমা। শিল্পীর শৈল্পিক হাতের চমৎকার ছোয়ায় তৈরি দুর্গা, কার্তিক, গণেশ, সরস্বতী, লক্ষ্মী, অসুরের প্রতিমা দেখে মনে হচ্ছে যেন সোনায় মোড়ানো। লাখ টাকার খরচে প্রতিমা তৈরিতে সময় লেগেছে এক মাস। শারদীয় দুর্গোৎসব শুরু হওয়ার আগেই বেড়ে চলেছে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় । দর্শনার্থীরা এমন প্রতিমা দেখে বেশ আনন্দিত।
চিনিগুঁড়া ধান দিয়ে আকর্ষণীয় এই প্রতিমা তৈরির কারিগর হলেন, প্রহ্লাদ বিশ্বাস। তিনি বলেন, সেপ্টেম্বর মাসের ১ তারিখে প্রতিমা তৈরির কার্যক্রম শুরু করেন। এর মধ্যে অক্টোবর মাসের ১ তারিখে মোটামুটি কার্যক্রম সম্পন্ন করতে পেরেছেন। চিনিগুঁড়া ধান দিয়ে ১৮টি প্রতিমা তৈরি করতে সময় লেগেছে এক মাস। এখানে রং তুলির কাজ চলবে ১৮ অক্টোবর পর্যন্ত।
প্রহ্লাদ বিশ্বাস আরও বলেন, কার্তিক, গনেশ সরস্বতী, লক্ষ্মী, অসুর, মহিসুরসহ ১৮টি প্রতিমা তৈরির জন্য প্রথমে বাঁশ, কাঠ, পাট ও মাটি দিয়ে কাঠামো করা হয়েছে। তৈরিকৃত কাঠামোতে নকশি পাড় বসানোর পর একটি করে বসানো হয়েছে চিনিগুঁড়া ধান। কিছু কিছু অংশে স্প্রে করা হয়েছে। প্রতি মুহূর্তে বিভিন্নস্থান থেকে দর্শনার্থীরা এখানে আসছেন এবং তারা এমন আকর্ষণীয় প্রতিমা দেখে প্রশংসা করছেন।
মুরারীকাটি পালপাড়া পূজা উদযাপন কমিটির সভাপতি জীবন কুমার ঘোষ বলেন, ১৯৮৩ সাল থেকে এই মণ্ডপে তারা পূজা উদযাপন করে আসছেন। ৪০ বছর পূর্ণ হওয়া উপলক্ষ্যে ভিন্নতা রেখে চিনিগুঁড়া ধান দিয়ে প্রতিমা তৈরি করা হয়েছে। এর আগেও কয়েকবার ভিন্নধর্মী ও আকর্ষণীয়ভাবে প্রতিমা তৈরি করে আলোচনায় এসেছিলেন তারা। এবারের তৈরিকৃত প্রতিমা দেখতে দুর্গা উৎসবের আগেই বিভিন্ন অঞ্চল থেকে দর্শনার্থীরা আসছেন এবং তারা উপভোগ করছেন।