মোঃকামরুল ইসলাম (মনির),
চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের চৌহালীতে শান্তা (১৯) নামের এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকালে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার খাষকাউলিয়া ইউনিয়নের কুরর্কী গুচ্ছ গ্রামের উত্তর পাশে ফুফুর বাড়ি থেকে ওই কিশোরীর লাশটি উদ্ধার করা হয়।
শান্তা কুর্কী আশ্রয়ন প্রকল্প -২ তে বসবাসকারী ঠান্ডুর মিস্ত্রির মেয়ে ।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার বাড়ির পাশে ফুফুর বাড়িতে বেড়াতে যায়! সন্ধ্যা হওয়ায় তাকে আসতে দেন নাই ফুফু। পরে খাবার খেয়ে ঘুমাতে যান। রাত ২টার দিকে দেখে শান্তা ঘরে নাই। সকালে স্থানীয়রা দেখতে পান গাছের সঙ্গে গলায় দড়ি দেওয়া অবস্থায় ঝুলছে। পুলিশকে খবর দেওয়া হলে লাশ উদ্ধার করে লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জে হাসপাতালে পাঠায়। এ বিষয়ে
চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ জানান, ময়নাতদন্তের জন্য কিশোরীর লাশ উদ্বার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেলে পাঠানো হয়েছে। ময়নাদন্তের পর জানা যাবে এটা হত্যা না আত্মহত্যা। আপাতত থানার অপমৃত্যু মামলা হয়েছে। রিপোর্ট আসলে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।