মোঃকামরুল ইসলাম (মনির),
উপজেলা প্রতিনিধি,চৌহালী (সিরাজগঞ্জ):
যুবলীগের ত্রি বার্ষিক সম্মেলন : ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে চৌহালী উপজেলার আশপাশ
যুবলীগের ত্রি বার্ষিক সম্মেলন উপলক্ষে আগামী সোমবার (১৬ অক্টোবর ) চৌহালী সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে এ ত্রি বার্ষিক সম্মেলন । সম্মেলন উপলক্ষে বিভিন্ন পর্যায়ের নেতাদের নাম ও ছবি সম্বলিত অসংখ্য ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ডে ভরে গেছে চৌহালী উপজেলার বিভিন্ন এলাকা।
শনিবার (১৫অক্টোবর ) সম্মেলস্থলের আশেপাশের এমনটিই দেখা গিয়েছে।
ত্রি বার্ষিক সম্মেলন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সংসদ আলহাজ্ব আব্দুল মোমিন মন্ডল এমপি, সম্মানিত অতিথি সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ড. সাজ্জাদ হায়দার লিটন, যুগ্ম সম্পাদক মতিয়ার রহমান বাদশা ও কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক ডা: হেলাল । এদিকে সম্মেলনে সারা উপজেলা ও ইউনিয়ন থেকে ২০ হাজারও বেশি লোক সমাগমের প্রস্তুতি নিচ্ছে যুবলীগ।
ত্রি বার্ষিক সম্মেলন ঘিরে সাজানো হয়েছে চৌহালী সরকারি কলেজের মাঠ। নির্মাণ করা হয়েছে সুবিশাল প্যান্ডেল। এ ছাড়া পুরো উপজেলার প্রধান প্রধান সড়কের পাশে জাতীয় পতাকার পাশাপাশি যুবলীগের পতাকা দিয়েও সাজানো হয়েছে।
যুবলীগের দপ্তর সূত্রগুলো জানায়, যুবলীগের সম্মেলন হলেও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন ও ভাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত থাকবেন। উপজেলার ও জেলা থেকে মহাসমাবেশে কমপক্ষে ২০ হাজার নেতা-কর্মীর সমাগম ঘটানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। এর মাধ্যমে সরকারবিরোধীদের নিজেদের সাংগঠনিক শক্তির জানান দিতে চায় যুবলীগের নীতিনির্ধারণী পর্যায়ের নেতারা। এ লক্ষ্যে উপজেলা যুবলীগের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা দফায় দফায় প্রস্তুতি সভা করেছেন। প্রস্তুতি সভা হচ্ছে বিভিন্ন ইউনিয়নেও।
সম্মেলন উপলক্ষে ইতোমধ্যে মাঠ প্রস্তুতির কাজ সম্পন্ন হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। এদিকে সম্মেলনের মাঠ পরিদর্শন করেছেন জেলা যুবলীগে নেতৃবৃন্দ। প্রসঙ্গত, জেলা যুবলীগের আহ্বায়ক আলহাজ্ব রাশেদ ইউসুফ জুয়েল ও যুগ্ন আহ্বায়ক মোঃ হাসান শহীদ চঞ্চল, সনজয় সাহা ও আলহাজ্ব সরকারের নির্দেশক্রমে স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে চৌহালী উপজেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশীদের জীবনবৃত্তান্ত আহবান করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০০৪ সালের উপজেলা যুবলীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সাবেক উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হায়দার মুন্না সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের বর্তমান যুগ্ন সাধারণ সম্পাদক মোল্লা বাবুল আক্তার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন।