মো:কামরুল ইসলাম (মনির),চৌহালী (সিরাজগঞ্জ): সিরাজগঞ্জের চৌহালীতে নাশকতা ও বিস্ফোরক মামলায় হাবিবুল বাশার (৩৫) নামের এক স্বেচ্ছাসেবক দলের নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৭ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে উপজেলার খাষকাউলিয়া ইউনিয়নের মধ্য জোতপাড়া গ্রামে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের মিল ব্যবসায়ী মহবআলীর ছেলে।
হাবিবুল বাশার স্বেচ্ছাসেবক দলের একজন সক্রিয় নেতা হিসেবে পরিচিত।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশীদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে আগে থেকেই নাশকতার মামলা ছিল। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।