মোঃ আলমগীর খান:,স্টাফ রিপোর্টার: ময়মনসিংহে গফরগাঁও উপজেলা গত -২৭ সেপ্টেম্বর বুধবার ছাত্রদলের সদস্য সচিব কে তার নিজ বাড়িতে না পেয়ে বাবাকে গ্রেপ্তার করে গফরগাঁ থানা পুলিশ। ময়মনসিংহ ১০ গফরগাঁও সংসদীয় আনের বিএনপির কর্ণধার জনাব, মুশফিকুর রহমানের বিশ্বস্ত আস্থাভাজন গফরগাঁও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আ: আল রায়হান( অপু)কে বিনা ওয়ারেন্টে পুলিশ গ্রেফতার করার উদ্দেশ্যে তার বাড়িতে অভিযান চালায় গফরগাঁও থানা
পুলিশ।এ সময় অপু বাড়িতে না থাকায়, পুলিশ অপুর বাবা মো: জয়নাল আবেদীনকে আটক করে গফরগাঁও থানায় নিয়ে আসে। পরবর্তীতে জয়নাল আবেদীন কে একটি বিস্ফোরক মামলায় অজ্ঞাতনামা আসামী হিসেবে গ্রেফতার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করেন।
গফরগাঁও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোহাম্মদ অপুর মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন , ১ অক্টোবর বিএনপি’র পূর্ব ঘোষিত ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ পর্যন্ত এক দফা আন্দোলনের রোড মার্চ কর্মসূচি কে বাধাগ্রস্ত করার লক্ষ্যে উপজেলার বিভিন্ন ইউনিয়নে নেতাকর্মীদের মাঝে ভয় ও আতংক সৃষ্টির লক্ষ্যে,
আমাকে গ্রেফতার করতে আমার বাড়িতে পুলিশ লীগ এই অভিযান চালায়। আমাকে না পেয়ে আমার বাবাকে গ্রেফতার করে নিয়ে যায়, আমি গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং অবিলম্বে আমার বাবা কে নিঃশর্তে মুক্তি দাবি করছি। অপু অভিযোগ করে বলেন এ কেমন দেশে বসবাস করি যে ছেলে জাতীয়তাবাদী ছাত্রদল করার অপরাধে বাবাকে গ্রেফতার করে নিয়ে যায়। গ্রেফতার ও হামলা মামলা দিয়ে আমাদের কে দাবিয়ে রাখতে পারবে না।
জননেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে বিদেশে সুচিকিৎসা নিশ্চিত ও আগামী দিনের রাষ্ট্র নায়ক জনাব ,তারেক রহমান কে দেশে ফিরিয়ে আনা। একদফা দাবি বাস্তবায়ন,ফ্যাসিস্ট অবৈধ সরকারের পতন,জনগনের ভোটাধিকার নিশ্চিত, না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাবো না।
গফরগাঁও থানায় যোগাযোগ করা হলে অফিসার ইনচার্জ বলেন ,জয়নাল আবেদীন একটি বিস্ফোরক মামলায় অজ্ঞাত আসামি ছিলেন। তাই উনাকে গ্রেফতার করে আদালতে সুপর্দ করা হয়।