
রোকনুজ্জামান রুবেল,জয়পুরহাট জেলা প্রতিনিধি: বাংলাদেশ আদিবাসী সংঘ ও বাংলাদেশ মুন্ডা স্টুডেন্ট এসোসিয়েশন এর যৌথ উদ্যোগে, বুধবার ( ১১ জুন ২০২৫ ইং) সকাল, ১১ টায় জয়পুরহাট প্রেসক্লাবে দিবস উদযাপন কমিটির সভাপতি কার্ত্তিক পাহানের সভাপতিত্বে আলোচনা সভা শুরু হয়, অনুষ্ঠানের শুরুতে বিরসা মুন্ডা সহ সকল শহীদের প্রতি আদিবাসী নেতৃবৃন্দ,অভিভাবক ও ছাত্র ছাত্রী বৃন্দ পুস্পাণ্জলি অর্পণের মাধ্যমে শ্রদ্ধাণ্জলী অর্পণ করেন।
এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আদিবাসী সংঘ ও জাতীয় আদিবাসী পরিষদ জয়পুরহাট জেলা কমিটি সভাপতি এবং পালী আদিবাসী আদর্শ উন্নয়ন সংস্থা’র সাধারণ সম্পাদক, রতন কুমার সিং, বিশেষ অতিথি, হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট প্রেস ক্লাবের সভাপতি, আবু বক্কর সিদ্দিক, এসময় আলোচনা করেন বাংলাদেশ মুন্ডা এসোসিয়েশন এর সভাপতি হরিপাল চন্দ্র পাহান, বাংলাদেশ আদিবাসী সংঘ জয়পুরহাট জেলা কমিটির সাধারণ সম্পাদক, সতীশ চন্দ্র পাহান, সহ সভাপতি, দিবাকর মাহাতো,নারী বিষয়ক সম্পাদক কাঞ্চন বালা সিং, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, শেফালী পাহান, বাংলাদেশ মুন্ডা এসোসিয়েশন অর্থ বিষয়ক সম্পাদক , লালমন এক্কা, বাংলাদেশ মুন্ডা স্টুডেন্ট এসোসিয়েশন অর্থ বিষয়ক সম্পাদক, বিরেন মুন্ডা, বাংলাদেশ আদিবাসী সংঘ জয়পুরহাট সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক সুরেশ পাহান, আদিবাসী নেতা অনুকূল কর্মী, বিশ্বনাথ উড়াও, বাংলাদেশ আদিবাসী ছাত্র সংঘ জয়পুরহাট জেলা কমিটির সভাপতি, রাজিব সিং,আদিবাসী ছাত্র নেতা সম্পদ তির্কী, নিতা মিনজি প্রমুখ,
মাদক মুক্ত সমাজ বিনির্মানে ছাত্র ছাত্রীদের এগিয়ে আসতে হবে এবং উচ্চ শিক্ষায় সুশিক্ষিত হয়ে বিরসা মুন্ডা সহ সকল শহীদের আদর্শকে হৃদয়ে ধারন করে জ্ঞানী গুনীজনদের পরামর্শে অনুপ্রাণিত হয়ে আদিবাসী ছাত্র সমাজ, পরিবার সমাজ ও দেশ গড়ার লক্ষ্যে সামনের দিকে এগিয়ে যাবে এ-ই প্রত্যাশা। অনুষ্ঠান সঞ্চালন করেন বাংলাদেশ মুন্ডা স্টুডেন্ট এসোসিয়েশন সহকারী দপ্তর সম্পাদক, সুমন পাহান।