জয়পুরহাট প্রতিনিধি:আজ শনিবার (২৮ অক্টোবর ২০২৩ ইং) জয়পুরহাট জেলা আক্কেলপুর উপজেলার, জামালগঞ্জ দেলোয়ার হোসেন বিদ্যাপীঠ আয়োজনে বিনামূল্যে চক্ষু শিবির (Free Eye camp) গাওসুল আযম বিএনএসবি আই হসপিটাল, দিনাজপুর এর মেডিক্যাল টীমের চিকিৎসা ও অপারেশন সহযোগিতায়,অর্থায়নে আন্ধেরী হিলফি বন জার্মানী, জামাল গঞ্জ দেলোয়ার হোসেন বিদ্যাপীঠে সভাপতি, মাজহারুল আনোয়ার লিটন, বলেন প্রতি বছরে ন্যায় এ বছরে বিনামূল্যে চক্ষু শিবির আয়োজন করে থাকি আমার এই প্রতিষ্ঠান থেকে তার ই ধারাবাহিকতা এবার ও চক্ষু শিবির বিনামূল্যে চক্ষু ছানি অপারেশন ও ঔষধ বিতরণ, এই বছরে ভালো রোগী হয়েছে,
জয়পুরহাট জেলা ভাদসা থেকে আগত শাহ্আলম বলেন আমার ছেলের চক্ষু সমস্যা ডাঃ দেখালাম
এখানে সেবার মান খুব উন্নত আমি খুব খুশি,
নওগাঁ জেলা বদলগাছী থেকে শামসুল প্রাং বলেন আমি দিনাজপুর গাওসুল আযম চক্ষু হাসপাতালে চিকিৎসার নিয়ে ভালো আছি, শুনলাম জামালগঞ্জ দেলোয়ার হোসেন বিদ্যাপীঠে বিনামূল্যে চক্ষু শিবির হবে তাই আজকে আবার ফলোআপে জন্য এসেছি,
আরও রোগীর বলেন প্রতি বছর দেলোয়ার হোসেন বিদ্যাপীঠ এই চক্ষু শিবির আয়োজন করে থাকে এখান থেকে ছানি অপারেশন রোগী বাছাই করে দিনাজপুর গাওসুল আযম চক্ষু হাসপাতাল নিয়ে গিয়ে চক্ষু অপারেশন করে লেন্স পড়ে দেয় অনেকে ভালো হয়েছে একে বারে বিনামূল্যে আমরা দোয়া করি যারা এরকম একটা মহৎতি কাজে আয়োজন করেছে মহান সৃষ্টিকর্তা যেন তাদের কে হায়াত দারাজ করুক
শিরোনামঃ
নোটিশঃ
জয়পুরহাটে জামালগঞ্জে বিনামূল্যে চক্ষু শিবির
- রোকনুজ্জামান রুবেল
- Update Time : ০৩:৩১:১০ অপরাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০২৩
- ৩৬৬ Time View
Tag :
Popular Post