রোকনুজ্জামান রুবেল,
জয়পুরহাট জেলা প্রতিনিধি: ক্রীড়ায় শক্তি, ক্রীড়ায় বল,মাদকে না বলি, এ স্লোগান কে সামনে রেখে, জয়পুরহাট জেলা সদর থানা ভাদসা ইউনিয়নে, যুবদল ও ছাত্রদল আয়োজনে, শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট, ২০২৪ অনুষ্ঠিত হয়, শুক্রবার ( ২৯ নভেম্বর ২০২৪ ইং) দুপুর, ২.৩০ মিনিটে, ভাদসা স্কুল মাঠে, উক্ত অনুষ্ঠানে সভাপত্বি করেন, ৩ নং ভাদসা ইউনিয়নে সাধারণ সম্পাদক, বি,এন, পি, মামুনুর রশীদ (সুপ্ত) প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জয়পুরহাট সদর থানা, বি, এন, পি সভাপতি, এ্যাড: হেনা কবির,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জয়পুরহাট সদর থানা বি,এন,পি সাধারণ সম্পাদক, আবু বক্কর সিদ্দিক, ও ভাদসা ইউনিয়নে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, শাহ আলম, এবং ৩ নং ভাদসা ইউনিয়নে বি, এন, পি, সহ- সভাপতি, আব্দুল ওয়াদুদ, মুকুল, আরও উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক, ভাদসা ইউনিয়ন, বি,এন, পি মামুনুর রশীদ, মামুন, এবং সহ- সভাপতি, ভাদসা ইউনিয়ন, বি, এন, পি, দেলোয়ার হোসেন, দুলাল,ও
সহ- সভাপতি , ভাদসা ইউনিয়ন, বি, এন, পি, আলম আলী, শাহ আলম এবং প্রধান শিক্ষক ভাদসা উচ্চ বিদ্যালয়, আবু তৈয়ব আলী মন্ডল, এই টুর্নামেন্ট উদ্বোধন করেন, প্রধান অতিথি ও সভাপতি ভাদসা ইউনিয়ন, বি, এন, পি, ফরিদ উদ্দিন ( সার্জেন্ট)
এই টুর্নামেন্টে, ৯ টি দল অংশ গ্রহণ করেন, উদ্বোধনী দলে অংশ গ্রহণ করে ভাদসা ইউনিয়নে, ২ নং ওয়ার্ড বানাম ৩ নং ওয়ার্ড, খেলা শেষ দুই দল ড্র করেছে।
সার্বিক সহযোগিতায়, ৩ নং ভাদসা ইউনিয়নে,বি,এন, পি অঙ্গ সংগঠনে সকল নেতৃবৃন্দরা।
ধারাভাষ্য ছিলেন, হোসেন আলী,
রেফারি ছিলেন, জয়পুরহাট জেলা রেফারি, জাহাঙ্গীর আলম,
শিরোনামঃ
নোটিশঃ
জয়পুরহাটে ভাদসায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৪ অনুষ্ঠিত
- Reporter Name
- Update Time : ১০:৫১:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪
- ২১৩ Time View
Tag :
Popular Post