
রোকনুজ্জামান রুবেল,জয়পুরহাট জেলা প্রতিনিধি: ঈদ উল আযহা উপলক্ষে সোমবার (০৯ জুন ২০২৫) জয়পুরহাট সদর উপজেলা ভাদসা উচ্চ বিদ্যালয়ে এসএসসি ১৯৯৫ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে ঈদ আড্ডা দীর্ঘদিন পর বন্ধু-বান্ধবীদের মুখোমুখি হয়ে একে অন্যকে জড়িয়ে ধরেন, অনেকে ফিরে দেখেন কিশোর বয়সের স্কুল জীবনের কথাবার্তা, অনুষ্ঠানে ৯৫ ব্যাচের শতাধিক বন্ধু-বান্ধবী ও তাদের পরিবারবর্গ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের মধ্যে প্রশাসন, এনজিও, সাংবাদিক রাজনীতিবিদ সহ সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন পর্যায়ে কর্মরত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন, আয়োজনে ছিল শুভেচ্ছা বিনিময় গান, হাস্যরস। অংশগ্রহণকারীদের একজন কানিজ ফাতেমা রিনা, বলেন- স্মৃতিময় আড্ডা জীবনের মূল্যবান অংশ, বন্ধুদের সঙ্গে কাটানো সময় নতুন শক্তি দেয়। আয়োজক কমিটির পক্ষে শাহজাহান আলী সুফিয়ান,ও কামাল বলেন, “সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের অনুপ্রাণিত করেছে। আমরা ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখতে চাই।” আয়োজক ও অংশগ্রহণকারীদের মধ্যে উল্লেখযোগ্য ভূমিকা রাখেন এসমে আজম, পরিশেষে ঈদের খাওয়া-দাওয়া আর ছবি তোলার মধ্য দিয়ে আড্ডা শেষ হলেও বন্ধুত্বের টান থেকে যায় সকলের হৃদয়ে।