জয়পুরহাট সদর উপজেলার ভাদসা ইউনিয়নে দূর্গাদহ বাজার এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২,
সোমবার (১৩ নভেম্বর ২০২৩ ইং ) দুপুর ১২টার এ দুর্ঘটনা ঘটে ।
নিহতরা হলেন- জয়পুরহাট সদর উপজেলার ভাদসা ইউনিয়নে ছাওয়ালপাড়া গ্রামের মোকছেদ আলীর ছেলে জনি হোসেন(৩৬) ও নওগাঁ জেলা বদলগাছি উপজেলার পাহাড় পুর ইউনিয়নের রসুলপুর গ্রামের আসলাম হোসেনের ছেলে ছামিউল(২২)
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন
জয়পুরহাট সদর থানার উপ-পরিদর্শক (এসআই) রুবেল হোসেন বলেন, জনি সদর উপজেলার দূর্গাদহ বাজারের একটি মোটরসাইকেলের গ্যারেজে কাজ করতেন৷ সোমবার ঘটনার সময় জনি ভাদসা এলাকা থেকে মোটরসাইকেল যোগে গ্যারেজে আসছিলেন। অন্যদিকে জয়পুরহাট শহর থেকে মোটরসাইকেল নিয়ে বাড়িতে ফিরছিলেন ছামিউল। পথে দূর্গাদহ বাজার এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে গুরুত্বর আহত হন জনি ও ছামিউল। এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক জনিকে মৃত ঘোষণা করেন। আর ছামিউলের অবস্থার আরও অবনতি হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টায় ও মারা যায় সামিউল তাদের এ অকাল মৃত্যু তে এলাকায় নেমে আসে শোকের ছায়া।