রোকনুজ্জামান রুবেল,
জয়পুরহাট জেলা প্রতিনিধি: আজ শুক্রবার (১০ জানুয়ারী ২০২৫ ইং) র্যাব প্রতিষ্ঠার সময় থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। জঙ্গি, সন্ত্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ভেজাল পণ্য, ছিনতাইকারী, প্রতারক, হত্যা এবং ধর্ষক মামলার আসামিসহ সকল অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায়, র্যাব-৫, সিপিসি-৩ এর একটি আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে গত (০৫ আগস্ট ২০২৪ ইং) তারিখে থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ জয়পুরহাট জেলার সদর থানাধীন পৌরসভাস্থ খঞ্জনপুর ঝাউবাড়ি এলাকায় লুকিয়ে রেখেছে। এমন তথ্যের ভিত্তিতে অত্র স্থানে অভিযান পরিচালনা করে ৭.৬২ মি. রাইফেলের ১২ রাউন্ড তাজা গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধারপূর্বক নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতি তে জব্দ করা হয়। এ ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
কে বা কারা এই গুলি লুকিয়ে রেখেছিল তাদের সনাক্তপূর্বক গ্রেফতার করতে ও লুট হওয়া অন্যান্য অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্প এর কার্যক্রম অব্যাহত রয়েছে। উদ্ধারকৃত আলামত যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে জয়পুরহাট জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
শিরোনামঃ
নোটিশঃ
জয়পুরহাটে ০৫ আগস্ট থানা থেকে লুট হওয়া রাইফেলের ১২ রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে র্যাব-৫
- Reporter Name
- Update Time : ০৪:২৫:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫
- ১৮ Time View
Tag :
Popular Post