আশরাফুল আলম,বিশেষ প্রতিনিধি: নরসিংদী জেলার অন্তর্গত মাধবদী থানার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ইপিআই স্থায়ী কেন্দ্রসমূহে একযোগে চলছে এই ক্যাম্পেইন কার্যক্রম।নরসিংদী সদর উপজেলার মাধবদী থানার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ও শুরু হয়েছে এইচপিভি টিকাদান কার্যক্রম। স্কুল গুলোতে ছিল আনন্দঘন পরিবেশ। স্কুল গুলোকে নানা রং বেরং এর বেলুন ফেস্টুন দিয়ে সুসজ্জিত করা হয়। প্রথম ধাপে স্কুল প্রতিষ্ঠানের ৫ ম থেকে ০৯ শ্রেনীর (১০ বছর থেকে ১৪ বছর) পযন্ত রেজিষ্ট্রেশন করা শিক্ষার্থীদের টিকা প্রদান করা হয়। নরসিংদী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সঠিক দিক নির্দেশনায় পুরো দমে এই টিকা দান কাজ চলমান রয়েছে।গতকাল মাননীয় প্রধানমন্ত্রী এই ঠিকাদান কার্যক্রম উদ্বোধন করেন।আজ সকালে এর ফলশ্রুতিতে নরসিংদী সদর উপজেলার মাধবদী থানার অন্তর্গত কাঠালিয়া ইউনিয়নের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বিভিন্ন টিকা কেন্দ্র ক্যাম্পের শুভ উদ্বোধন করেন। কাঠালিয়া ইউনিয়নের চারটি কেন্দ্র সকাল ৯:৩০ মিনিট থেকে এই কার্যক্রম শুরু হয়। ফজরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় এইচপিভি টিকা কার্যক্রম উদ্বোধন করেন উক্ত বিদ্যালয় এর গভর্নিং বডি সভাপতি জনাব, মো:আশরাফুল আলম, বিদ্যালয় সহকারী শিক্ষক চুমকি রানী দাস, আমেনা আক্তার,চাহিদা আক্তার ম্যাম ও কাঠালিয়া ইউনিয়ন টিকাদানের সুপারভাইজার জনাব, মো: ওয়াজকুরুনি সাহেব সহ ঠিকাদান সংশ্লিষ্ট কর্মকর্তা।
ফজরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় টিকা কেন্দ্র টিকা ন্যায় মহিষাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়, মহিষাদি মহিলা মাদ্রাসা,রহিমদি সরকারি প্রাথমিক বিদ্যালয় , রহিমদি দাখিল মাদ্রাসা,রহিমদি কিন্ডার গার্টেন, চৌঘুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ ১,২,৩ নং ওয়াডের মোট ১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী বৃন্দ।
শুধু নিজে নয় অন্যকেও এই টিকার ব্যাপারে জানান এবং টিকা গ্রহণে উৎসাহিত করুন ।