ময়মনসিংহ প্রতিনিধি: আজ বৃহস্পতিবার ১২ অক্টোবর ২০২৩ইং সকাল ১১.০০ ঘটিকায় চর খরিচা গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এই মা সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জেলা প্রশাসক মোস্তাফিজার রহমান প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ, ঝড়ে পড়া রোধ এবং মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে মায়েদের প্রতি গুরুত্ব দেওয়ার আহবান জানান।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম এর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাহফুজুল আলম মাসুম, সহকারী জেলা শিক্ষা অফিসার শহীদুজ্জামান, সিরতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবু সাঈদ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মনিকা পারভীন।
এর আগে জেলা প্রশাসক মোস্তাফিজার রহমানকে ফুলের শুভেচ্ছায় বরণ করেন গোবিন্দপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাসলিমা বেগম। এসময় জেলা প্রশাসক মুক্তিযুদ্ধের চেতনায় শিশুদের গড়ে তুলতে বঙ্গবন্ধুর আত্মজীবনী পড়ি নিজেকে গড়ি এই প্রতিপাদ্যা বাস্তবায়নে মুক্তিযুদ্ধের ইতিহাসের মহানায়ক বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে শিক্ষার্থীদের জানাতে প্রধান শিক্ষকের হাতে বঙ্গবন্ধুর আত্মজীবনী বই তুলে দেন।
গোবিন্দপুর খরিচা সরকারি প্রাথমিক বিদ্যালয়েের সহকারী শিক্ষক আষীষ সাহার সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাসফিক নিশাত, উপজেলা সহকারী শিক্ষা অফিসার আশিষ তরফদার, পরানগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হানিফ সরকার, গোবিন্দপুর খরিচা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি সভাপতি জান্নাতুল নাছরিন, সহ সভাপতি মোস্তাফিজুর রহমান মেম্বার প্রমুখ।