আঃজলিল,স্টাফ রিপোর্টারঃযশোরের ঝিকরগাছায় ট্রেনের ধাক্কায় শাহজাহান আলী মোড়ল (৭০)নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি ঝিকরগাছা উপজেলার ৪নং গদখালী ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান নিহত শাহজাহান আলী এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও গদখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তার পিতার নাম মৃত জোনাব আলী।মঙ্গলবার (৭ নভেম্বর) সকালের দিকে এই দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় ও পরিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় ভোরে ঘুম থেকে উঠে হাঁটতে বের হন চেয়ারম্যান শাহজাহান আলী।অসাবধানতাবসত রেল লাইন দিয়েহাঁটার সময় বেনাপোলগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান তিনি।মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনাগ্রহী রেখে গেছেন।
বেনাপোল রেলস্টেশনের উপপরিদর্শক(এস আই)মোঃ আব্দুর রশিদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান আমি সংবাদ পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করি এবং মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়।এ দিকে নিহতের পরিবার বিনা ময়নাতদন্তের জন্য ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করেছেন বলে জানা গেছে। এ বিষয়ে নির্দেশনা এলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানিয়েছেন।
প্রেরক,
আঃজলিল
স্টাফ রিপোর্টার
শিরোনামঃ
নোটিশঃ
ঝিকরগাছায় ট্রেনের ধাক্কায় ইউপি চেয়ারম্যান শাহজাহান নিহত
- Reporter Name
- Update Time : ০৮:৩৬:০৬ পূর্বাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০২৩
- ১১৪ Time View
Tag :
Popular Post