এস.এম রবি,ঝিনাইদহ:ঝিনাইদহ টেকনিক্যাল স্কুল ও কলেজে অর্থ মন্ত্রলায়ের অধীনে চলমান সেফ প্রজেক্ট এর প্রশিক্ষন গ্রহণ করতে আসা শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন আমাদের প্রশিক্ষনের গাড়ী নিয়ে অধ্যক্ষ সাজ্জাদ হোসেন মৃধা নিজের কাজে ব্যাবহার করেন,প্রশিক্ষণ ফেলে রেখে নিজের বাড়ি রাজবাড়ীতে নিয়ে যান। শিক্ষার্থীদের সাথে দুরব্যাবহার করেন। সঠিক সময়ে ভাতার টাকা আসলেও তিনি তা শিক্ষার্থীদের দিতে নারাজ বা দেন না।
শিক্ষার্থীদের অভিযোগ সাপেক্ষে সরেজমিনে উপস্থিত হয়ে বিভিন্ন অনিয়ম দুর্নীতির দেখা মেলে, প্রশিক্ষনের জন্যে বরাদ্দ গাড়ির তেল চুরি হচ্ছে হরহামেশে, অগ্রীম তেলের ভাউচার প্রস্তুত করে টাকা লুটপাট করা হচ্ছে, এছাড়াও শিক্ষার্থীদের যেভাবে ড্রাইভিং শেখানোর নিয়ম, শিক্ষার্থীরা যে পরিমান গাড়ি ব্যাবহার করতে পারবে সে ভাবে গাড়ি দেওয়া হয় না(দশ কিলোমিটার গাড়ি চালাতে দেওয়ার কথা থাকলেও,সেখানে এক থেকে দেড় কিলোমিটার চালাতে দেওয়া হয়)। অধ্যক্ষ সাজ্জাদ হোসেন মৃধা নিজের ইচ্ছে মতো সেফ প্রজেক্ট পরিচালনা করছেন, তিনি নিয়ম নীতির কোনোই তোয়াক্কা করেন না।
তার অব্যবস্থাপনার কারনে ক্লাসরুমে শিক্ষার্থীদের উপস্থিতি অর্ধেকের নিচে নেমে এসেছে। শিক্ষার্থীদের অভিযোগের শেষ নেই।
যাবতীয় অভিযোগের বিষয়ে জানতে ঝিনাইদহ টেকনিক্যাল স্কুল ও কলেজর অধ্যক্ষ সাজ্জাদ হোসেন মৃধার কাছে জানতে চাইলে তিনি বিভিন্ন অযুহাতে বিষয়টি এড়িয়ে যান। এবং তিনি সাংবাদিকদের জানান যদি কোনো অসংগতি থাকে তবে আপনারা নিউজ করেন আমি ব্যাবস্থা গ্রহন করবো।
শিক্ষার্থীদের অভিযোগ সাপেক্ষে যাবতীয় অনিয়ম দুর্নীতির বিষয়ে সঠিক তদন্ত করে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে,তারা আরও জানান কোর্স শেষে আমাদের যে ১২হাজার দেওয়ার কথা থাকলেও সঠিক সময়ে তা পরিশোধ করেন না কলেজ কতৃর্পক্ষ।সঠিক তদন্তের মাধ্যমে,সঠিক পদক্ষেপ নেওয়ার আশাবাদ ব্যক্ত করছেন শিক্ষার্থীরা।