টাঙ্গাইল প্রতিনিধি:দৈনিক নাগরিক ভাবনা পত্রিকার একজন সংবাদকর্মী, উপরে আজকে অনুমান বিকেল ৩’টার দিক ভেগুলা বাজারে উদ্দেশে রওনা হলে তার উপরে অতর্কিত হামলা করা হয় যানা যায় ডাক্তার দেখানোর উদ্দেশ্যে স্ত্রী’কে নিয়ে যাচ্ছিল মোঃ নজরুল ইসলাম এমতাবস্থায় হঠাৎ করে দড়িসয়া মোড়ে অর্থাৎ দড়িসয়া সরকারি প্রাঃ বিদ্যালয়ের সামনে কোনো কিছু বুঝে ওঠার আগেই তার উপরে হামলা করেন পরিচিত কিছু লোক অতর্কিত ভাবে হামলা চালায় তিনি যানান দড়িসয়া গ্রামের মৃত খন্দকার মজিদ মাস্টারের ছেলে। খন্দকার রকিব নামে যুবক তখন তার স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলের উপরেই বসে ছিলো , এবং উপর হামলা করতে দেখে যখন স্ত্রী তার সামনে বাধা দিতে দাঁড়ায় তখন তিনি রেগে মোঃ নজরুল ইসলাম এবং তার স্ত্রীকে অনেক খারাপ গালাগালি করে এবং গায়ে হাত দিতে যায়। পরে এলাকাবাসী তাকে সরিয়ে দেয়।
মোঃ নজরুল ইসলাম তিনি সংবাদ কর্মী পরিচয় দেওয়া সত্বেও তারা কোনো কথা না শুনে মারধোর করে।
শিরোনামঃ
নোটিশঃ
টাঙ্গাইল গোপালপুর এক সাংবাদিক উপরে হামলা
- মনিরুজ্জামান
- Update Time : ০৩:৩৭:৫৭ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০২৩
- ১২৬ Time View
Tag :
Popular Post