মোঃ আইয়ুব আলী,বিশেষ প্রতিনিধিঃ বিএনপি ও জামায়তের টানা ৭২ ঘণ্টার সড়কপথ, রেলপথ ও নৌপথ অবরোধ শেষ হতে না হতেই আবারো ৪৮ ঘন্টা অবরোধের ঘোষণা দিয়েছে বিএনপি জামায়াত।
আজ ( ০২ নভেম্বর ) বৃহস্পতিবার সন্ধ্যায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম এক বিবৃতিতে আগামী রবিবার (৫ নভেম্বর) থেকে টানা ৪৮ ঘণ্টা (অর্থাৎ রবিবার সকাল ছয়টা থেকে সোমবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত ) সড়ক, নৌ ও রেলপথ অবরোধের কর্মসূচি ঘোষণা করেন দুইদলের শীর্ষ এই দুই নেতা।
তারা বলেন সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের এক দফা দাবি আদায়ে এ কর্মসূচি ঘোষণা করা হলো আশা করি দেশের জনগণ এ দাবি আদায়ে একত্মতা প্রকাশ করে সর্বাত্মক অবরোধ পালনে সহযোগিতা করবেন।
সেই সাথে জামায়াত নেতা এটিএম মাসুম বলেন অবরোধে নিহতদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় আগামীকাল শুক্রবার বাজ জুমা সারাদেশে দোয়ার আয়োজন করা হবে।