মুসলেহ উদ্দিন,টেকনাফ উপজেলা: টেকনাফ পৌরসভার অন্তর্গত আলিয়াবাদ কলার আরতের পাশে হাফেজ আহমদ মার্কেটে নতুন বিসমিল্লাহ ডেন্টাল কেয়ার করেছে ডাঃ এ এস এম নাছিম।
ডাঃ এ এসএম নাছিম জানান মানুষের সেবার জন্য আধুনিক যন্ত্রপাতি কেনা হয়েছে আধুনিক যন্ত্রপাতির রোগীদের পরীক্ষা নিরীক্ষা করা হয় যাতে তারা সমস্যার সম্মুখীন না হয় ।
তিনি আরো বলেন টেকনাফে আগে আধুনিক যন্ত্রপাতি ছিল না আলহামদুলিল্লাহ টেকনাফের মানুষের দাঁতের চিকিৎসার জন্য কক্সবাজার বা চট্টগ্রাম যেতে না হয় ঐ ভাবে আমি আধুনিক যন্ত্রপাতির ব্যবস্থা করেছি
যাতে করে টেকনাফের মানুষের সমস্যা না হয়।
ডাঃ এ এস এম নাছিম আরো বলেন টেকনাফে আধুনিক যন্ত্রপাতি না থাকায় টেকনাফের মানুষ অনেক সমস্যার সম্মুখীন হয়েছেন এবং দাঁতের চিকিৎসার জন্য কক্সবাজার বা চট্টগ্রাম যেতে হয়েছে এবার টেকনাফের মানুষের সপ্ন পূরণ হয়েছে বলে জানান।
টেকনাফের মানুষের দাঁতের চিকিৎসার জন্য আর কক্সবাজার ও চট্টগ্রামের যেতে হবেনা সব সেবা টেকনাফ বিসমিল্লাহ ডেন্টাল কেয়ার পাবে বলে জানান।