লুৎফুর রহমান কাজল,উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি:শুক্রবার (১০ই নভেম্বর) বিকাল ৪:৩০ মিনিটের সময় টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মহিউদ্দীন আহমেদ (বিজিবিএমএস) -এর নেতৃত্বে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্তে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২ লক্ষ ১০ (দশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে (বিজিবি)।
গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, নাজিরপাড়া থেকে ১কিলোমিটারন উত্তর দিকে মায়ানমার থেকে মাদকের একটি বড় চোরাচালান আলুগওলা নামক এলাকা দিয়ে বাংলাদেশে আসতে পারে।
এমন খবর পেয়ে অধিনায়ক লে কর্নেল মোঃ মহিউদ্দিন আহমেদ -এর নেতৃত্বে ২ (বিজিবি) ব্যাটালিয়ন চোরাচালান প্রতিরোধে একাধিক উপদলে বিভক্ত হয়ে টহলদল উক্ত এলাকায় কৌশলে অবস্থান করে।
টহলের এক পর্যায়ে প্লাস্টিকের ব্যাগ হাতে নিয়ে নাফ নদী পার হয়ে ৩ জন ব্যক্তি শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে ঢোকে পড়ে।
শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশে আসতে থাকা ঐ ৩ ব্যক্তি বেড়িবাঁধ দিয়ে আাসার চেষ্টা করে।
টহল দলের সদস্যরা তাদের দেখে গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাদের উপর লক্ষ রাখে। ঐ ব্যক্তি গুলো দূর থেকে বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে তারা হাতে থাকা প্লাস্টিকের ব্যাগ গুলো ফেলে দিয়ে নাফ নদীর পাশ দিয়ে ঘন কেওড়া বাগান হয়ে দৌড়ে দ্রুত পালিয়ে যায়।
পরবর্তীতে টহলদল উক্ত স্থানে গিয়ে ফেলে চলে যাওয়া চারটি ব্যাগ উদ্ধার করে। টহলদলের সদস্যরা উক্ত প্লাস্টিকের ব্যাগ গুলো থেকে তল্লাশি করে ব্যাগের ভেতর থেকে (২ লক্ষ ১০ হাজার) পিস ইয়াবা জব্দ করে।
উল্লিখিত স্থানে ও উক্ত এলাকার আশে পাশে দীর্ঘক্ষণ অভিযান পরিচালনা করার পর ও চোরাকারবারি বা তাদের সহযোগী কাউকে আটকে করতে পারেনি।
চোরাকারবারিদের চিহ্নিত করতে তাদের অভিযান অভ্যাহত থাকবে বলে জানিয়েছেন ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মহিউদ্দীন আহমেদ (বিজিবিএমএস)।