Dhaka ১২:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনামঃ
শিবগঞ্জে ইতিহাসে এক মহানায়কের নাম প্রফুল্ল চাকী ইসলামী আন্দোলন বাংলাদেশ – এর ২০২৫-২৬ সেশনের নতুন ঘোষিত কেন্দ্রীয় কমিটি সূর্যের দেখা মেলেনি লালমনিরহাটে তেঁতুলিয়া থেকে টেকনাফ: সৈয়দপুরের জাহিদ ও দিদানুর ৯২৬ কি.মি. বিজয় রাইড নবীগঞ্জের ইনাতগঞ্জে ইজিবাইক ব্যাটারি চুরির হিড়িক রৌমারীতে ২ ইটভাটায় অভিযান,লাখ টাকা জরিমানা বগুড়ার কাহালুতে বিএনপিনেতা আব্দুল হান্নান, অধ্যক্ষ রফিকুল ইসলামের মাতার নামাজের জানাযা অনুষ্ঠিত ১০ ডিসেম্বর ভোলায় মুক্ত দিবস পালিত দুপচাঁচিয়া উপজেলা কাঠ ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত যুবদলের যুগ্ন আহবায়ক মাসুমের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
নোটিশঃ
প্রিয়" পাঠকগণ", "শুভাকাঙ্ক্ষী" ও প্রতিনিধিদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে:- কিছুদিন যাবত কিছু প্রতারক চক্র দৈনিক ক্রাইম তালাশ এর নাম ব্যবহার করে প্রতিনিধি নিয়োগ ও বিভিন্ন প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নিচ্ছে। তার সাথে একটি সক্রিয় চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন গ্রুপ বিভিন্ন ভাবে "দৈনিক ক্রাইম তালাশ"কে হেয় প্রতিপন্ন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। মনে রাখবেন "দৈনিক ক্রাইম তালাশ" এর অফিসিয়াল পেজ বা নিম্নের দুটি নাম্বার ব্যাতিত কোন রকম লেনদেনে জড়াবেন না। মোবাইল: 01867329107 হটলাইন: 01935355252

ডাকাতির প্রস্তুতির কালে ব্যবহৃত বিভিন্ন মালামাল সহ ০৯ ডাকাত গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : ০৫:০০:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩
  • ৭৯ Time View

মোঃ রেজাউল করিম,ময়মনসিংহ প্রতিনিধি: গত ১৮ অক্টোবর ২০২৩ইং তাং রাতে ০২:৩৫ ঘটিকায় সময় ভালুকা থানাধীন মেহেরাবাড়ী এলাকায় ময়মনসিংহ থেকে ঢাকাগামী মহাসড়কের পূর্ব পাশে ফাঁকা জায়গায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি গ্রহণ করাকালে অফিসার ইনচার্জ ভালুকা মডেল থানা, ময়মনসিংহ জনাব মো: কামাল হোসেনের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ হাতেনাতে ৯ জন ডাকাতকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। ডাকাত দের পরিচয় নিম্নরূপ-

১. মোঃ মাজহারুল ইসলাম (৪৫)বছর  পিতা: মোঃ আশরাফ আলী আশু,
ঠিকানা: গ্রাম- মেদুয়ারী, থানা- ভালুকা, জেলা-ময়মনসিংহ।
এর বিরুদ্ধে ডাকাতি, চুরি ও মাদকসহ বিভিন্ন অপরাধ মোট ০৮টি মামলা থানায় বিচারাধীন আছে।

২. আফজাল মিয়া (২৯)বছর,
পিতা-মফিজুল ইসলাম,
ঠিকানা: গ্রাম- গুজিয়াম, ০১নং ওয়ার্ড, থানা- ত্রিশাল, জেলা -ময়মনসিংহ,
এর বিরুদ্ধে ডাকাতি, চুরি ও মাদকসহ বিভিন্ন অপরাধ মোট ১২টি মামলা থনায় বিচারাধীন আছে।

৩. রিফাত মিয়া সরদার (২৫)বছর,  পিতা-আকবর সরদার,
ঠিকানা: গ্রাম- মোক্ষপুর, থানা- ত্রিশাল, জেলা -ময়মনসিংহ-
এর বিরুদ্ধে ডাকাতি, চুরি ও মাদকসহ বিভিন্ন অপরাধ মোট ০৪টি মামলা থানায়  বিচারাধীন আছে।

৪. নাজমুল হক(২৮)বছর,
পিতা-মৃত মকবুল হোসেন
ঠিকান: গ্রাম- সানকি ভাঙ্গা, থানা- ত্রিশাল, জেলা – ময়মনসিংহ
এর বিরুদ্ধে মাদক ও ডাকাতির ২টি মামলা বিচারাধীন আছে।
এবং,
৫. মোঃ রিয়াদ মিয়া (৪৫)বছর ,
পিতা-মৃত শাহাব উদ্দিন,
ঠিকানা: গ্রাম- মোক্ষপুর, থানা- ত্রিশাল, জেলা -ময়মনসিংহ
এর বিরুদ্ধে ডাকাতি, চুরি ও মাদকসহ বিভিন্ন অপরাধ মোট ০৬টি করে মামলা থানায় বিচারাধীন আছে।

৬. রুবেল মিয়া(২৫)বছর,
পিতা-মৃত ইদ্রিস আলী,
ঠিকানা: গ্রাম- মেদুয়ারী, থানা- ভালুকা, জেলা -ময়মনসিংহ।
এর বিরুদ্ধে ১টি মাদক মামলা বিচারাধীন আছে বলে পুলিশ সূত্র জানান।

৭. মোঃ শামীম(২৫)বছর, 
পিতা-মোঃ কিতাব আলী @ কেদু মিয়া, ঠিকানা: গ্রাম- চুরালী, থানা- গৌরীপুর, জেলা -ময়মনসিংহ-
এর বিরুদ্ধে  ০১টি মামলা বিচারাধীন আছে।

৮. মোঃ সোলাইমান(২৮)বছর ,
পিতা-আঃ আউয়াল, স্থায়ী: গ্রাম- মুলাইদ মধ্যপাড়া, থানা- শ্রীপুর, জেলা -গাজীপুর,

এবং

৯. মোঃ শামীম(৩৪)বছর, 
পিতা-অছিল উদ্দিন, স্থায়ী: গ্রাম-দেওলী, থানা- বারহাট্টা, জেলা-নেত্রকোনা।

অভিযানকালে ঘটনাস্থলে ডাকাতির কাজে ব্যবহৃতব্য নিম্নলিখিত সরঞ্জামাদি উদ্ধারপূর্বক জব্দ করা মালামাল গুলো হলঃ-

১। ১টি নীল রংয়ের রেজিস্ট্রেশনবিহীন পিক-আপ গাড়ী, 
২। ১টি লোহার তৈরী রাম-দা,
৩। ১টি স্টিলের চাপাতি,
৪। ১টি কাঠের বাটযুক্ত লোহার ছোরা, ৫। ১টি কাটার,
৬। প্লাষ্টিকের রশি ০৩ টুকরা,
৭। ৩টি লোহার রড, প্রতিটি ৩ ফুট দীর্ঘ, এবং
৮। ০২টি সাদা কসটেপ  ইত্যাদি,

উল্লিখিত য়ে- ডাকাতগণ প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজেদেরজে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য হিসেবে প্রকাশ করে। এবং তারা দেশের বিভিন্ন এলাকায় একাধিক ডাকাতির ঘটনা ঘটিয়েছে বলে স্বীরক্তিতে জানান।

উক্ত ডাকাত তাদের বিরূদ্ধে ভালুকা মডেল থানায় মামলা নং-২৫, তাং-১৮/১০/২০২৩ ইং, ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড-১৮৬০; রুজু করার পর আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শিবগঞ্জে ইতিহাসে এক মহানায়কের নাম প্রফুল্ল চাকী

ডাকাতির প্রস্তুতির কালে ব্যবহৃত বিভিন্ন মালামাল সহ ০৯ ডাকাত গ্রেফতার

Update Time : ০৫:০০:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩

মোঃ রেজাউল করিম,ময়মনসিংহ প্রতিনিধি: গত ১৮ অক্টোবর ২০২৩ইং তাং রাতে ০২:৩৫ ঘটিকায় সময় ভালুকা থানাধীন মেহেরাবাড়ী এলাকায় ময়মনসিংহ থেকে ঢাকাগামী মহাসড়কের পূর্ব পাশে ফাঁকা জায়গায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি গ্রহণ করাকালে অফিসার ইনচার্জ ভালুকা মডেল থানা, ময়মনসিংহ জনাব মো: কামাল হোসেনের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ হাতেনাতে ৯ জন ডাকাতকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। ডাকাত দের পরিচয় নিম্নরূপ-

১. মোঃ মাজহারুল ইসলাম (৪৫)বছর  পিতা: মোঃ আশরাফ আলী আশু,
ঠিকানা: গ্রাম- মেদুয়ারী, থানা- ভালুকা, জেলা-ময়মনসিংহ।
এর বিরুদ্ধে ডাকাতি, চুরি ও মাদকসহ বিভিন্ন অপরাধ মোট ০৮টি মামলা থানায় বিচারাধীন আছে।

২. আফজাল মিয়া (২৯)বছর,
পিতা-মফিজুল ইসলাম,
ঠিকানা: গ্রাম- গুজিয়াম, ০১নং ওয়ার্ড, থানা- ত্রিশাল, জেলা -ময়মনসিংহ,
এর বিরুদ্ধে ডাকাতি, চুরি ও মাদকসহ বিভিন্ন অপরাধ মোট ১২টি মামলা থনায় বিচারাধীন আছে।

৩. রিফাত মিয়া সরদার (২৫)বছর,  পিতা-আকবর সরদার,
ঠিকানা: গ্রাম- মোক্ষপুর, থানা- ত্রিশাল, জেলা -ময়মনসিংহ-
এর বিরুদ্ধে ডাকাতি, চুরি ও মাদকসহ বিভিন্ন অপরাধ মোট ০৪টি মামলা থানায়  বিচারাধীন আছে।

৪. নাজমুল হক(২৮)বছর,
পিতা-মৃত মকবুল হোসেন
ঠিকান: গ্রাম- সানকি ভাঙ্গা, থানা- ত্রিশাল, জেলা – ময়মনসিংহ
এর বিরুদ্ধে মাদক ও ডাকাতির ২টি মামলা বিচারাধীন আছে।
এবং,
৫. মোঃ রিয়াদ মিয়া (৪৫)বছর ,
পিতা-মৃত শাহাব উদ্দিন,
ঠিকানা: গ্রাম- মোক্ষপুর, থানা- ত্রিশাল, জেলা -ময়মনসিংহ
এর বিরুদ্ধে ডাকাতি, চুরি ও মাদকসহ বিভিন্ন অপরাধ মোট ০৬টি করে মামলা থানায় বিচারাধীন আছে।

৬. রুবেল মিয়া(২৫)বছর,
পিতা-মৃত ইদ্রিস আলী,
ঠিকানা: গ্রাম- মেদুয়ারী, থানা- ভালুকা, জেলা -ময়মনসিংহ।
এর বিরুদ্ধে ১টি মাদক মামলা বিচারাধীন আছে বলে পুলিশ সূত্র জানান।

৭. মোঃ শামীম(২৫)বছর, 
পিতা-মোঃ কিতাব আলী @ কেদু মিয়া, ঠিকানা: গ্রাম- চুরালী, থানা- গৌরীপুর, জেলা -ময়মনসিংহ-
এর বিরুদ্ধে  ০১টি মামলা বিচারাধীন আছে।

৮. মোঃ সোলাইমান(২৮)বছর ,
পিতা-আঃ আউয়াল, স্থায়ী: গ্রাম- মুলাইদ মধ্যপাড়া, থানা- শ্রীপুর, জেলা -গাজীপুর,

এবং

৯. মোঃ শামীম(৩৪)বছর, 
পিতা-অছিল উদ্দিন, স্থায়ী: গ্রাম-দেওলী, থানা- বারহাট্টা, জেলা-নেত্রকোনা।

অভিযানকালে ঘটনাস্থলে ডাকাতির কাজে ব্যবহৃতব্য নিম্নলিখিত সরঞ্জামাদি উদ্ধারপূর্বক জব্দ করা মালামাল গুলো হলঃ-

১। ১টি নীল রংয়ের রেজিস্ট্রেশনবিহীন পিক-আপ গাড়ী, 
২। ১টি লোহার তৈরী রাম-দা,
৩। ১টি স্টিলের চাপাতি,
৪। ১টি কাঠের বাটযুক্ত লোহার ছোরা, ৫। ১টি কাটার,
৬। প্লাষ্টিকের রশি ০৩ টুকরা,
৭। ৩টি লোহার রড, প্রতিটি ৩ ফুট দীর্ঘ, এবং
৮। ০২টি সাদা কসটেপ  ইত্যাদি,

উল্লিখিত য়ে- ডাকাতগণ প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজেদেরজে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য হিসেবে প্রকাশ করে। এবং তারা দেশের বিভিন্ন এলাকায় একাধিক ডাকাতির ঘটনা ঘটিয়েছে বলে স্বীরক্তিতে জানান।

উক্ত ডাকাত তাদের বিরূদ্ধে ভালুকা মডেল থানায় মামলা নং-২৫, তাং-১৮/১০/২০২৩ ইং, ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড-১৮৬০; রুজু করার পর আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।