মোঃ রেজাউল করিম,ময়মনসিংহ প্রতিনিধি: গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ জেলায় ডিবি পুলিশের পৃথক পৃথক ভাবে অভিযান অভিযান পরিচালনা করে আসামিকে গ্রেফতার করা হয়েছে, উক্ত অভিযানের অভিযানের মধ্যে-
অভিযানঃ-১
জনাব,এসআই(নিঃ) কমল সরকার সংগীয় অফিসার ও একটি টিম অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন আকুয়া হাবুন ব্যাপারীর মোড়স্থ মোঃ সৈয়দ রকিফুল আলাম (৭২)বছর পিতা-মৃতঃ সৈয়দ আঃ মতিন এর ৪র্থ তলা বিশিষ্ট ভবনের নীচ তলার পশ্চিম দক্ষিণ কোনের কক্ষের ভিতর হইতে ৭.৩০মিনিট ঘটিকায় সময় ৮০ টি নেশাজাতীয় ইনজেকশন মাদক ব্যবসায়ীঃ
১। মোঃ জনি মিয়া ওরফে রনি (৪০)বছর, পিতা-মৃতঃ সাদেক বেপারী, মাতা-মোছাঃ রিনা খাতুন, সাং-আকুয়া হাবুন বেপারীর মোড়, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ হতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান চলমান রয়েছে।
অভিযানঃ-২
জনাব,এসআই(নিঃ) মৃত্যুঞ্জয় পন্ডিত মিঠুন সংগীয় অফিসার ও একটি টিম অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া থানাধীন রঘুনাথপুর বাজার সাকিনে আসামী মোঃ মোফাজ্জল হোসেন (৪০) এর চায়ের দোকানের সামনে পাকা রাস্তার পাশ হইতে রাত ০১.৩০ ঘটিকায় সময় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ীঃ
১। মোঃ মোফাজ্জল হোসেন (৪০)বছর , পিতা-মোঃ বদরুজ্জামান, মাতা-মোছাঃ ছাহেরা খাতুন, সাং-রঘুনাথপুর, তরকদারপাড়া, থানা-ফুলবাড়ীয়া, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান চলমান রয়েছে।
অভিযানঃ-৩
জনাব,এসআই(নিঃ) কমল সরকার সংগীয় অফিসার ও একটিটিম অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার ভালুকা থানাধীন চাপড়বাড়ী সাকিনস্থ ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পূর্ব পাশে আসপাড়া নামক মোড়স্থ চাপড় বাড়ী গামী সরকারী পাকা রাস্তার উপর হইতে- সকাল ০৮.৪৫ ঘটিকায় সময় ০৫ বোতল বিদেশী মদ সহ মাদক ব্যবসায়ীঃ
১। মোঃ নবী হোসেন (২৭)বছর , পিতা-মৃতঃ রাজু মিয়া, মাতা-হাফেজা খাতুন, সাং-পূর্ব সোহাগী পাড়া, থানা-ধোবাউড়া, জেলা-ময়মনসিংহ থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন যাবৎ মাদক চক্র কারবারির সাথে জড়িত আছে বলে জানা যায়।
এবং,
অভিযানঃ-৪
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে আরও ০৩ জন আসামিকে কে গ্রেফতার করা হয়েছে।
জনাব,এসআই(নিঃ) আসাদুজ্জাম, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ তাহার সঙ্গীয় অফিসার ও একটি টিম সহ থানা এলাকায় ডিউটি করাকালীন সময়ে ময়মনসিংহ কোতোয়ালী থানাধীন বাঘমারা পুরাতন মেডিকেল বাউন্ডারি দেয়াল এর ভিতর পুরাতন পরিত্যক্ত জিন্মেসিয়াম এর পিছনে ফাঁকা জায়গার উপর হইতে ডাকাতির প্রস্তুতি কালে আসামীঃ-
৪। মোশারফ (৩০)বছর , পিতা-ওয়াজ উদ্দিন ওরফে ওয়াজিউল্লাহ, গ্রাম- কৃষ্টপুর (মালঞ্চ কলোনী)
৫। শিপন(৩৮)বছর , পিতা-কালু মিয়া, গ্রাম- কৃষ্টপুর আদর্শ কলোনী,
৬। শাহাজাদা(৩০)বছর , পিতা-নুরুল হক, গ্রাম- বলাশপুর (পালপাড়া), সর্ব থানা-কোতোয়ালী মডেল, জেলা–ময়মনসিংহ থেকে তিনটি চাইনিজ চাকুসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
আসামীদের স’স” চালান মোতাবেক বিজ্ঞ আদালতে উদ্ধারকৃত ৮০ টি নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট ও ৫০০ গ্রাম গাঁজা এবং ০৫ বোতল বিদেশ মদ এবং চাইনিজ চাকু সহ-বিষয়ে গ্রেফতারকৃত ০৬ জন আসামীদ্বয়ের বিরুদ্ধে নিজ নিজ মডেল থানায় পৃথক পৃথক মামলা দায়ের করে আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।